ভারতীয় ধনকুবের আম্বানির ছেলের বিয়েতে ‘দৃষ্টিকটুরকম’ খরচের মহোৎসব!
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি (২৯) ও ফার্মাসিউটিক্যাল মোগল বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের (২৯) বাগদান হয়েছিল গত বছরের জানুয়ারিতে। এর পর গতকাল শুক্রবার হিন্দু ধর্মীয় রীতিতে গাটছঁড়া বাঁধেন এ যুগল। তবে তার আগে চলতি বছরের মার্চে জমকালো আয়োজনে দুবার বিবাহ-পূর্ব অনুষ্ঠান হয়েছে, যেখানে দেখা গিয়েছিল হলিউড-বলিউডের তারকাদের।
গতকাল শুক্রবার মুম্বাইতে বিয়ের পিড়িতে বসেন এই যুগল। তাদের বিয়েকে ঘিরে থাকছে জমকালো সব আয়োজন। আগামীকাল রবিবার পর্যন্ত চলবে সেলিব্রেশন। তাতে একে একে যোগ দিচ্ছেন খ্যাতনামা তারকারা।
তারকাদের পাশাপাশি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বরিস জনসনের মতো বিখ্যাত রাজনীতিক ব্যক্তিত্বদেরও যোগ দেওয়ার কথা রয়েছে অনুষ্ঠানে। এছাড়াও বিখ্যাত টেলিভিশন ব্যক্তিত্ব কিম কারদেশিয়ান, মার্কিন বক্সার মাইক টাইসনেরও দেখা মিলবে।
ভারতে অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং লম্বা সময় ধরে বিয়ের অনুষ্ঠান করার এক ধরনের চর্চা শুরু হয়েছে। যার প্রতিফলন অনন্ত-রাধিকার বিয়েতে দেখা যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যম টাইমস নাও এক প্রতিবেদনে জানিয়েছে, এ বিয়েতে চার হাজার থেকে পাঁচ হাজার কোটি রুপি খরচ করেছে আম্বানি পরিবার, যা পরিবারটির মোট সম্পদের মাত্র ০.৫ শতাংশ।
ফোর্বসের ২০২৪ সালের তথ্যমতে, আম্বানি পরিবারের নিট সম্পদমূল্য ১২৩.২ বিলিয়ন ডলার (১০ লাখ ২৮ হাজার ৫৪৪ কোটি রুপি)।
এর আগে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছিল, অনন্ত-রাধিকার বিবাহ-পূর্ব অনুষ্ঠানে আম্বানি পরিবার প্রায় এক হাজার ২৫৯ কোটি রুপি খরচ করেছিল।
মুকেশ আম্বানি ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। জ্বালানি তেল, টেলিকম, ফ্যাশন, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে প্রতিষ্ঠানটির।
রিলায়েন্স প্রতিষ্ঠানটির এক নির্বাহী কর্মকর্তা নাম প্রকাশ না করে বিয়ের এ অনুষ্ঠানকে 'বৈশ্বিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার একটি শক্তিশালী প্রতীক' হিসেবে মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, বিয়ের অনুষ্ঠানে বিখ্যাত ব্যক্তিদের উপস্থিতি ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও বৈজ্ঞানিক দক্ষতাকে সবার সামনে তুলে ধরছে।
আম্বানির পরিবারের জীবনযাপন নিয়ে জনসাধারণের মাঝেও আগ্রহের কমতি নেই। দেশে এবং দেশের বাইরে আলোচনার যেন হট টপিক এ বিয়ে। আর তাই তো ভারতের টিভি নিউজ চ্যানেলগুলো বিয়ের প্রতিটি মুহূর্তের খবর প্রচার করছে।
এদিকে এ বিয়ে নিয়ে একদিকে যেমন মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, অন্যদিকে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে। কারণ, ভারতের কোটি কোটি মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাছাড়া বিয়েকে কেন্দ্র করে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের সড়কগুলোয় চলাচলে চার দিনের জন্য কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। তাই এ অঢেল সম্পদের প্রদর্শনীর আয়োজনের সমালোচনাও হচ্ছে।
ভারতের কিছু রাজনীতিক যেমন টমাস আইজ্যাক বিয়ের অনুষ্ঠানের জন্য যে মাত্রায় আয়োজন করা হয়েছে, আর যে পরিমাণ অর্থ খরচ করা হয়েছে, সেটিকে 'বিপুল' বলে মন্তব্য করেছেন।
তিনি এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, 'হতে পারে তারা বৈধভাবে এ অর্থের মালিক। তবে এরকম জাকজমকপূর্ণ ব্যয় মাতৃভূমি ও দরিদ্রদের বিরুদ্ধে এক ধরনের পাপ।'
শুক্রবার রাতে বিয়ের আসরে গণমাধ্যমকর্মীদের প্রবেশও সীমিত করা হয়। কেবল কিছু ফটোগ্রাফার ও টিভি ক্রুকে আগত অতিথিদের ছবি তোলার অনুমতি দেওয়া হয়েছিল।
ভারতে কার্যক্রম রয়েছে এমন একটি বিদেশি কোম্পানির এক নির্বাহী কর্মকর্তার বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি রয়টার্সকে বলেছেন, অনুষ্ঠানের আয়োজকরা হয়ত চান না কোনো ছবি ওঠানো হোক। এ কারণে সম্ভবত অতিথিরা প্রবেশের সময় তাদের ফোনের ক্যামেরায় টেপ লাগিয়ে দেওয়া হবে।
চলতি বছর মার্চ মাসে জামনগর থেকে শুরু হয়েছিল অনন্ত-রাধিকার বিবাহ-পূর্ব অনুষ্ঠান। সেখানে পারফর্ম করেছিলেন হলিউডের পপতারকা রিহানা। প্রায় এক হাজার ২০০ অতিথির মধ্যে ছিলেন বিশ্বখ্যাত ব্যবসায়িক ব্যক্তিত্বরাও। যেমন, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ, অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, মর্গ্যান স্ট্যানলির সিইও টেড পিক, ডিজনির সিইও বব ইগার, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জেরার্ড কুশনার।
এরপর দ্বিতীয়বার বিবাহ-পূর্ব সেলিব্রেশন হয়েছিল ফ্রান্সে। সেখানে বিলাসবহুল ক্রুজে পার্টি করেছিলেন আম্বানি পরিবার। সেখানে পারফর্ম করেছিলেন হলিউড পপতারকা পিটবুল, শাকিরাসহ একাধিক বিশ্বখ্যাত তারকা। সম্প্রতি বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন পপতারকা জাস্টিন বিবার।
অনুবাদ: রেদওয়ানুল হক