বাংলাদেশে সাম্প্রতিক সময়ের সহিংসতার ঘটনাগুলো জাতিসংঘের অধীনে তদন্তের আহ্বান যুক্তরাজ্যের
বাংলাদেশে সাম্প্রতিক সময়ের সহিংসতার ঘটনাগুলো— জাতিসংঘের নেতৃত্বে একটি স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে এ আহ্বান জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এ আহ্বান জানান। সহিংসতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানও জানান তিনি।
ল্যামি বলেন, বাংলাদেশের জনগণ গত কয়েক সপ্তাহের ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের দাবি করেছে। বৃটেনও বাংলাদেশের একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চায়।
তিনি বলেন, বাংলাদেশে গত দুই সপ্তাহে নজিরবিহীন সহিংসতা এবং মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। সেনাপ্রধান একটি রাজনৈতিক ক্রান্তিকালের ঘোষণা করেছেন। এমন অবস্থায় সহিংসতার অবসান, শান্তি পুনরুদ্ধার, পরিস্থিতি শান্ত করা ও প্রাণহানি রোধে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।