টেসলার সাইবারট্রাকে মেশিনগান বসিয়েছেন চেচেন নেতা কাদিরভ, জানালেন পাঠাবেন রাশিয়ায়
ইলন মাস্কের টেসলা সাইবারট্রাককে যুদ্ধযানে পরিণত করেছেন রাশিয়ার চেচনিয়ার প্রজাতন্ত্রের নেতা ও প্রেসিডেন্ট রমজান কাদিরভ। তার রূপান্তরিত এই সাইবার ট্রাক পরিদর্শনে রাশিয়ায় ইলন মাস্ককে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
রোববার (১৮ আগস্ট) রমজান কাদিরভের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, টেসলার তৈরি একটি সাইবারট্রাকের পেছনে একটি মেশিনগান বসিয়ে সেটিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে কাদিরভ এই ভিডিও প্রকাশ করেন বলে জানা গেছে।
কাদিরভ বলেন, 'আমি ইলন মাস্ককে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি নিঃসন্দেহে আমাদের সময়ের সবচেয়ে প্রতিভাবান ব্যক্তি এবং একজন বিশেষজ্ঞ। একজন মহান মানুষ'।
কাদিরভ মাস্ককে গ্রোজনিতে আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, 'আমি মনে করি না রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিরোধিতা করবে'।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমর্থক কাদিরভ জানান, তিনি গাড়িটি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত রুশ বাহিনীকে দান করবেন।
'এটি শুধু নামেই সাইবারবিস্ট নয়, এটি বিশ্বের অন্যতম সেরা গাড়ি। আমি নিশ্চিত যে এই সাইবারবিস্ট আমাদের বাহিনীর অনেক উপকারে আসবে', যোগ করেন কাদিরভ।
কাদিরভের দাবি তিনি স্বয়ং ইলন মাস্কের কাছ থেকে সাইবার ট্রাকটি পেয়েছেন। তবে আল-জাজিরা তার এ দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি এবং টেসলাও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০২০ সালের জুলাইয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কাদিরভকে 'মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য' নিষিদ্ধ করে।
তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক বিবৃতিতে বলা হয়, 'এক দশকেরও বেশি সময় ধরে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকারের অসংখ্য গুরুতর লঙ্ঘনের জন্য কাদিরভের বিরুদ্ধে মন্ত্রণালয়ের কাছে বিস্তৃত বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।'
ক্রেমলিনপন্থী এই নেতা প্রায় দুই দশক ধরে রাশিয়ার কাছ থেকে স্বাধীনতার জন্য লড়াই করা চেচেন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকেও দমন করেছেন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন