রুবকি'স কিউব মেলাতে পারে এমন রোবট তৈরি করল এক কিশোর
রুবকি'স কিউব সমাধান করতে পারে এমন একটি লেগো রোবট তৈরি করেছে ১৩ বছরের এক শিক্ষার্থী। খবর বিবিসি'র।
উত্তর বেলফাস্টের সেন্ট মালাচি'স কলেজের রুয়ার্ক, ১২ বছর বয়সে স্কুলের দ্বিতীয় বর্ষে থাকাকালীন এই রোবট প্রটোটাইপ তৈরির কাজ শুরু করে। স্কুলে ক্রিয়েটিভ ডিজিটাল টেকনোলজি হাব (সিডিটিএইচ) চালু হওয়ার পর বাস্তব রূপ পায় এটি।
রুয়ার্কের শিক্ষিকা ক্লেয়ার ম্যাকগ্রাথ প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে তার রোবটটি কাজ করবে।
রুয়ার্ক বিবিসি নিউজ এনআইকে বলেন, "শুরুর দিকে এটা বেশ হতাশাজনক ছিল, কিন্তু আমি এটিকে আরও ভালো করার চেষ্টা করেছি।" তিনি আরও বলেন, "মানুষ চমকে যায় যে এটি রুবিক'স কিউব সমাধান করতে পারে। এখন যখন এটা কাজ করছে দেখে, খুব ভালো লাগছে।"
রুয়ার্ক ভবিষ্যতে আইটি খাতে, বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করেছেন। তার তৈরি রোবটটি ৫,০০০ লাইনের পাইথন কোড ব্যবহার করে এবং রঙের সেন্সরের মাধ্যমে যেকোনো অবস্থায় থাকা রুবিক'স কিউব সমাধান করতে পারে।
স্কুলের নতুন কী স্টেজ থ্রি কারিকুলামের অংশ হিসেবে শিক্ষার্থীরা লেগো রোবট প্রোগ্রামিং শিখছে, যেখানে ব্লক-বেসড কোডিং ব্যবহার করা হয়। ম্যাকগ্রাথ বলেন, শিক্ষার্থীরা প্রাথমিক বিষয়গুলো শিখে নিলে তাদের বিভিন্ন অনলাইন প্রোগ্রামিং পদ্ধতি অনুসন্ধানের সুযোগ দেওয়া হয়।
স্কুলের নতুন কী স্টেজ থ্রি কারিকুলামের অংশ হিসেবে শিক্ষার্থীরা লেগো রোবট প্রোগ্রামিং শিখছে, যেখানে ব্লক-বেসড কোডিং ব্যবহার করা হয়। ম্যাকগ্রাথ বলেন, শিক্ষার্থীরা যখন প্রাথমিক বিষয়গুলো শিখে নেয়, তখন তাদের বিভিন্ন অনলাইন প্রোগ্রামিং পদ্ধতি অনুসন্ধানের সুযোগ দেওয়া হয়।
রুয়ার্কের রোবট সম্পর্কে ম্যাকগ্রাথ আরও বলেন, "রুয়ার্ক আমাকে দেখিয়েছে, কীভাবে ৫,০০০ লাইনের কোড ব্যবহার করে যেকোনো অবস্থায় থাকা কিউবটি সমাধান করা যায়, ব্যাপারটা আসলেই দারুণ।"
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন