ভ্যান গগের ৮৪ মিলিয়ন ডলারের ছবিতে স্যুপ ছোড়ার জন্য দুই পরিবেশবাদীর কারাদণ্ড
জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সময় ভিনসেন্ট ভ্যান গগের "সানফ্লাওয়ারস" (সূর্যমুখী) চিত্রকর্মের ওপর স্যুপ ছুড়ে মারা দুই পরিবেশবাদীকে কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) প্রতিবাদী গোষ্ঠী "জাস্ট স্টপ অয়েল" এর সদস্য ফোবি প্লামার (২৩) এবং আনা হল্যান্ডকে (২২) যথাক্রমে দুই বছর এবং ২০ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে বিশৃঙ্খল প্রতিবাদের জন্য দেওয়া এই সাজা, যুক্তরাজ্যের আদালত থেকে দেওয়া ধারাবাহিক সাজার অংশ। সেখানে সম্প্রতি পাশ হওয়া দুটি নতুন আইন পুলিশ ও আদালতের ক্ষমতা বৃদ্ধি করেছে, যাতে তারা এমন প্রতিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে; সেসব প্রতিবাদ বা আন্দোলন শান্তিপূর্ণ হলেও।
তবে এই সাজা "জাস্ট স্টপ অয়েল" কে থামাতে পারেনি। সংগঠনটি জানিয়েছে, রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের আরও তিনজন কর্মী ন্যাশনাল গ্যালারির "পোয়েটস অ্যান্ড লাভার্স" প্রদর্শনীতে থাকা ভ্যান গগের অন্য দুটি সূর্যমুখী ছবির ওপর স্যুপ ছিটিয়ে দিয়েছে। একই স্থানে ২০২২ সালে "সানফ্লাওয়ারস" চিত্রকর্মের ওপর স্যুপ ছুড়ে মেরেছিল ফোবি ও আনা।
শুক্রবার সাজাপ্রাপ্ত দুজনকে ২০২২ সালের অক্টোবরে বিখ্যাত চিত্রকর্মটির ওপর দুই টিন টমেটো স্যুপ ছুড়ে মেরে সেটির ক্ষতি সাধনের [চিত্রকর্মটির সোনালী ফ্রেমের ক্ষতি হয়েছিল] অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।
স্যুপ ছুড়ে মারার পর তারা ন্যাশনাল গ্যালারির দেয়ালে থাকা চিত্রকর্মটির নিচে নিজেদের আঠা দিয়ে আটকে রেখেছিল।
"সানফ্লাওয়ারস" চিত্রকর্মটির মূল্য ৮৪ মিলিয়ন ডলারের বেশি। সেটি একটি সুরক্ষিত কাচের নিচে রাখা ছিল। তবে, প্রতিবাদকারীদের বিরুদ্ধে শুধু ১৩ হাজার ডলারের বেশি মূল্যের ফ্রেমটির ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।
বিচারক ক্রিস্টোফার হিহির আদালত ফোবি এবং আনার সমালোচনা করে বলেছেন, তাদের কার্যকলাপ "সাংস্কৃতিক সম্পদটির গুরুতর ক্ষতি বা এমনকি এটি ধ্বংস" করতে পারত।
এদিকে, ২০২৩ সালের একটি "স্লো মার্চ" প্রতিবাদে অংশ নেওয়ার জন্য ফোবিকে অতিরিক্ত তিন মাসের সাজা দিয়েছেন আদালত। এই কর্মসূচির ফলে পশ্চিম লন্ডনে ট্রাফিক ব্যাঘাত সৃষ্টি হয়েছিল।
বিচারক ক্রিস্টোফার হিহি সম্প্রতি আরো পাঁচজন পরিবেশবাদীকে বিশৃঙ্খল প্রতিবাদের জন্য দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্তদের সবাই "জাস্ট স্টপ অয়েল" বা এর সহযোগী গোষ্ঠী "এক্সটিংকশন রেবেলিয়ন"-এর সঙ্গে জড়িত ছিল।
ফোবি আদালতে নিজেই নিজেকে প্রতিনিধিত্ব করেছেন এবং বলেছেন: "আমি যে কোনো সাজা হাসিমুখে গ্রহণ করব– এটাই আজকে আমার সিদ্ধান্ত। এটি কেবল আমার বা আমার সহ-অপরাধীদের সাজা নয়, বরং গণতন্ত্রের মূলভিত্তির সাজাও।"
যুক্তরাজ্য সরকারকে বিশৃঙ্খল প্রতিবাদের বিরুদ্ধে কঠোর আইন ধার্য করার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে।
অধিকার গোষ্ঠী এবং পরিবেশ রক্ষাকারী বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মাইকেল ফস্ট বলেন, এই আইনগুলো "জোরপূর্বক ও কঠোরভাবে" কার্যকর করা হচ্ছে।