ভ্যান গগের ‘সানফ্লাওয়ারে’ টমেটো স্যুপ ছিটালো পরিবেশবাদীরা
ভিনসেন্ট ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম 'সানফ্লাওয়ার' এর ওপর টমেটো স্যুপ ছিটিয়ে দিয়েছে পরিবেশ আন্দোলনকারীরা। গত শুক্রবার লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে এ ঘটনা ঘটে। জীবাশ্ম জ্বালানি উত্তোলনের প্রতিবাদস্বরূপ তারা এ কাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, 'জাস্ট স্টপ অয়েল' নামের গ্রুপটির দাবি, ব্রিটিশ সরকার যেন নতুন তেল ও গ্যাস প্রকল্প বন্ধ করে নেয়। এর প্রতিবাদেই কিংবদন্তী শিল্পীর অয়েল পেইন্টিংটির ওপর স্যুপ ঢেলে দেয় এর দুই সদস্য।
অবৈধ অনুপ্রবেশ এবং জাদুঘরে ক্ষয়ক্ষতির অপরাধে লন্ডন মেট্রোপলিটন পুলিশ দুইজনকে আটক করেছে।
একাধিকবার জাদুঘরে প্রবেশ করে শিল্পকর্মের ক্ষতিসাধন করার জন্য দলটি ইতিমধ্যে সমালোচনায় বিদ্ধ। এর আগে জুলাইয়ে জাস্ট স্টপ অয়েলের অ্যাক্টিভিস্টরা লন্ডনের রয়্যাল একাডেমি অব আর্টসে লিওনার্দো দ্য ভিঞ্চির 'দ্য লাস্ট সাপার' এবং ন্যাশনাল গ্যালারিতে জন কনস্টেবলের 'দ্য হে ওয়েইন' এর ফ্রেমে আঠা সেঁটে দিয়েছিলেন।
দুই সপ্তাহের বিক্ষোভে অ্যাক্টিভিস্টরা লন্ডন জুড়ে ব্রিজ ও চৌরাস্তাগুলোও অবরুদ্ধ করে রেখেছে।
উল্লেখ্য, পরিবেশবাদী এবং বিজ্ঞানীদের নানা সমালোচনা সত্ত্বেও ব্রিটিশ সরকার উত্তর সাগরের তেল এবং গ্যাস অনুসন্ধানের জন্য একটি নতুন লাইসেন্সিং রাউন্ড চালু করেছেন। এমন পদক্ষেপ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির প্রতিশ্রুতিকে দুর্বল করে তোলে বলে বিক্ষোভের সঞ্চার হয়েছে।