গ্রেপ্তার হয়ে 'ভুল ফ্লাইটে' উঠে পড়ার মাশুল
ইংল্যান্ডের ম্যানচেস্টার বিমানবন্দরে এক যাত্রী ভুল ফ্লাইটে উঠে পড়ায় ইজিজেটের একটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। খবর বিবিসি'র।
বিমানবন্দরের ওই যাত্রীর আসলে অন্য একটি ইজিজেট ফ্লাইটে যাওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি ভুল করে মিলানগামী ফ্লাইটে উঠে পড়েন।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) জানিয়েছে, ওই ব্যক্তি যথাযথ নথি ছাড়াই মিলানের ফ্লাইটে চড়ে বসেছিলেন। যার কারণে নিরাপত্তা বিধিমালা অনুযায়ী, ফ্লাইটের অন্য সকল যাত্রীকে নামিয়ে বাড়তি নিরাপত্তা পরীক্ষা করা হয়। পরে ওই ব্যক্তিকে বিমানবন্দর টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়।
তবে বিমানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এবং এটি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত নয় বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইজিজেটের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই যাত্রীর ভুল বোর্ডিংয়ের কারণে ফ্লাইটে অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষা করা হয়েছে।
"নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ম্যানচেস্টার বিমানবন্দরে আমাদের গ্রাউন্ড পার্টনারের সঙ্গে মিলে আমরা তদন্ত করব কীভাবে তিনি ভুলভাবে বিমানে চড়ে বসেছিলেন", যোগ করেন তিনি।
শনিবার পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সি এক যুবককে "বিমান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিমানে লুকানোর চেষ্টা এবং ইচ্ছাকৃতভাবে জনসাধারণের অসুবিধা সৃষ্টি করার" অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
তবে তদন্ত চলমান থাকায় তারা এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি ইজি-জেট কর্তৃপক্ষ।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন