সাহিত্যে নোবেল পাবেন কে? বাজিতে এগিয়ে যারা
২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামীকাল ১০ অক্টোবর। কে হবেন এবারের সাহিত্যে নোবেল বিজয়ী তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।
স্বাভাবিকভাবেই বিজয়ীর নামটি এখনও কেউ জানে না। তাতে কী, জানি না বলে কি আর আলোচনা থেমে থাকবে! পাঠকেরা অনুমান করতে পছন্দ করে... এবং কেউ কেউ তো আবার বাজিও ধরে ফেলে।
এই বছর আমি কার ওপর বাজি রাখব, তা জানার জন্য আমি যুক্তরাজ্যের প্রিমিয়ার (?) বেটিং আউটলেট 'ল্যাডব্রোকস'-এর পরামর্শ নিয়েছি। তারা আমাকে পুরস্কার জেতার সম্ভাবনাময় লেখকদের একটি তালিকা দিয়েছে। এই তালিকায় জনপ্রিয় লেখকদের নাম যেমন রয়েছে, তেমনি এতে নতুন লেখকেরাও ঠাঁই পেয়েছেন।
কান জু টানা দ্বিতীয় বারের মতো এবারও তালিকার শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ান ঔপন্যাসিক জেরাল্ড মুরনানে। গত বছর তিনি তৃতীয় স্থানে ছিলেন এবং দ্বিতীয় স্থানে ছিলেন নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে। শেষ পর্যন্ত ফসে ২০২৩ সালে সম্মানজনক এ পুরস্কার জিতেছিলেন। এ বছর নোবেল জেতার বাজিতে তৃতীয় অবস্থানে রয়েছেন পাঠকনন্দিত লেখক হারুকি মুরাকামি।
পুরস্কারের অর্থমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন (প্রায় ১.১ মিলিয়ন মার্কিন ডলার) হলেও, এই স্বীকৃতি সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর বই বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির পাশাপাশি, নোবেল বিজয়ীদের বিশ্বব্যাপী খ্যাতি এনে দেওয়ার একটা বড় সুযোগ।
আসুন দেখে নেওয়া যাক এ বছর নোবেল জেতার বাজিতে এগিয়ে আছেন যারা:
- কান জু – ১০/১
- জেরাল্ড মুরনানে – ১২/১
- হারুকি মুরাকামি– ১৪/১
- সিজার আইরা – ১৬/১
- এরসি সোটিরোপুলোস – ১৬/১
- মার্গারেট অ্যাটউড – ১৬/১
- থমাস পিঞ্চন – ১৬/১
- অ্যান কারসন – ২০/১
- বুশরা আল-মাকতারি – ২০/১
- কার্ল ফ্রড টিলার – ২০/১
- নরবার্ট গেস্ট্রিন – ২০/১
- পিয়ের মিশন – ২০/১
- আলি আহমদ সাইদ এসবার – ২৫/১
- ডাগ সলস্ট্যাড – ২৫/১
- ডন ডেলিলো – ২৫/১
- লুদমিলা উলিৎসকাজা – ২৫/১
- লাসলো ক্রাসনাহরকাই – ২৫/১
- মিয়েকো কানাই – ২৫/১
- মিরচা কার্টারেসকু – ২৫/১
- নগুগি ওয়া থিয়োঙ্গো – ২৫/১
- পিটার নাডাস – ২৫/১
- সালমান রুশদি – ২৫/১
- কার্ল ওভে ক্নাউসগার্ড – ২৮/১
- লেসলি মারমন সিল্কো – ২৮/১
- মিয়া কুটো – ২৮/১
- মিশেল ওয়েলবেক – ২৮/১
- উইলিয়াম টি. ভোলম্যান – ২৮/১
- অ্যালেক্সিস রাইট – স্থগিত আনন্দা দেবী – ৩৩/১ আন্দ্রেই কুরকভ – ৩৩/১
- আন্তোনিও লোবো আন্টুনেস – ৩৩/১
- কোলসন হোয়াইটহেড – ৩৩/১
- ডেভিড গ্রসম্যান – ৩৩/১ ডুয়ং থু হুং – ৩৩/১ এডমুন্ড হোয়াইট – ৩৩/১
- এমানুয়েল কারেরে – ৩৩/১
- এনরিক ভিলা-মাটাস – ৩৩/১
- গ্যারিয়েল লুটজ – ৩৩/১
- হামিদ ইসমাইলভ – ৩৩/১
- হান কাং – ৩৩/১
- হোমেরো আরিডজিস – ৩৩/১
- হুয়াং সোক-ইয়ং – ৩৩/১
- হেলেন সিক্সাস – ৩৩/১
- ইভান ক্লিমা – ৩৩/১
- জ্যামাইকা কিনকেইড – ৩৩/১
- জয় হার্জো – ৩৩/১
- জয়েস ক্যারল ওটস – ৩৩/১
- মাহমুদ দোলতাবাদি – ৩৩/১
- মারি এনডিয়ায়ে – ৩৩/১
- মারিলিন রবিনসন – ৩৩/১
- মার্থা নুসবাউম – ৩৩/১
- নুরুদ্দিন ফারাহ – ৩৩/১
- রবার্ট কুভার – ৩৩/১
- রবার্ট ম্যাকফারলান – ৩৩/১
- রিশার্ড ক্রিনিকি – ৩৩/১
- সালিম বারাকাত – ৩৩/১
- স্কলাস্টিক মুকাসঙ্গা – ৩৩/১
- সেবাস্তিয়ান ব্যারি – ৩৩/১
- তাহার বেন জেল্লাউন – ৩৩/১
- ইয়ান লিয়ানকে – ৩৩/১
- আমিতাভ ঘোষ – ৪০/১
- ইভান ভ্লাদিস্লাভিক – ৪০/১
- লিনটন কেসি জনসন – ৪০/১
- লুইস এরড্রিচ – ৪০/১
- প্যাট্রিসিয়া গ্রেস – ৪০/১
- পাওলিনা চিজিয়ান – ৪০/১
- ভ্লাদিমির সোরকিন – ৪০/১
- ওয়েন্ডেল বেরি – ৪০/১
- শিয়াওলু গুয়ো – ৪০/১
- আলি স্মিথ – ৫০/১
- বটো স্ট্রাউস – ৫০/১
- চিমামান্ডা এনগোজি আদিচি – ৫০/১
- ক্লাউদিও ম্যাগ্রিস – ৫০/১
- ডেভিড পিস – ৫০/১
- কো উন – ৫০/১
- মারে বেইল – ৫০/১
- স্টিফেন কিং – ৫০/১
- ইয়োকো তাওয়াদা – ৫০/১
- ইউ হুয়া – ৫০/১
- জোই উইকম্ব – ৫০/১
- জে.কে. রাউলিং – ৬৬/১
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি