কাফকার বিরল নথিপত্রের প্রদর্শনী ইসরায়েলের
চেক প্রজাতন্ত্রের বিখ্যাত লেখক ফ্রানৎস কাফকার কিছু ব্যক্তিগত বিরল লেখনী ইসরায়েলের জাতীয় গ্রন্থাগারে প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে ইহুদি এই লেখকের জীবন, সংগ্রাম এবং জায়নবাদের সঙ্গে তার সম্পর্ক।
'কাফকা: মেটামর্ফোসিস অব অ্যান অথর' শীর্ষক এই প্রদর্শনীটি এ বছরের জুন পর্যন্ত চলবে।
১৯২৪ সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা কাফকা জীবদ্দশায় তেমন পরিচিত ছিলেন না। কিন্তু তার অদ্ভুত ও কল্পনাপ্রসূত গল্পগুলো তার মৃত্যুর পর জনপ্রিয় হয়ে ওঠে। জীবদ্দশায় একটি উপন্যাসও সম্পূর্ণ করতে না পারা সত্ত্বেও তিনি আধুনিক সাহিত্যের মানদণ্ড নির্ধারণে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন।
আধুনিক জীবনের জটিলতা ও আমলাতান্ত্রিক অরাজকতাকে তিনি এমনভাবে তুলে ধরেন, যা 'কাফকায়েস্ক' শব্দটিকে ইংরেজি ভাষায় জনপ্রিয় করে তোলে।
তার অন্যতম বিখ্যাত রচনা হলো 'দ্য মেটামর্ফোসিস'। আলোচ্য গল্পের মূল চরিত্র গ্রেগর সামসা—তিনি একজন ভ্রাম্যমাণ সেলসম্যান, যাকে প্রতিদিন ভোর চারটার ট্রেন ধরে অফিসে যেতে হয়। কিন্তু এক সকালে ঘুম ভাঙার পর তিনি দেখলেন সময় সাতটা পেরিয়ে গেছে। রোজকার মতো সময়ে ঘুম ভাঙেনি, বরং তিনি বিছানায় চিৎ হয়ে পড়ে আছেন—স্বাভাবিকের চেয়ে বড় আকারের এক পোকায় রূপান্তরিত হয়ে।
এছাড়া 'দ্য ট্রায়াল' এবং 'এ হাঙ্গার আর্টিস্ট' তার অন্য উল্লেখযোগ্য কাজ, যা তাকে বিশ্বসাহিত্যে অনন্য স্থানে নিয়ে গেছে।
প্রদর্শনীর জন্য কাফকার এই নথিগুলো তার বন্ধু ড. ম্যাক্স ব্রড ইসরায়েলে নিয়ে আসেন। নথিপত্রে দেখা যায়, কাফকা ছিলেন একদিকে সদালাপী, অন্যদিকে মানসিকভাবে যন্ত্রণাগ্রস্ত। তার পরিবারের সঙ্গে জটিল সম্পর্ক, নারীদের প্রতি আকর্ষণ এবং জায়নবাদে তার আগ্রহও এই নথিপত্রের মাধ্যমে উঠে এসেছে।