৬৭ দিন সাগরে ভেসে থাকার পর উদ্ধার হলেন রুশ নাগরিক
রাশিয়ার ওখোটস্ক সাগরের তীব্র শীতে ৬৭ দিন ছোট একটি নৌকায় ভেসে থাকার পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ নভোস্তি জানিয়েছে, উদ্ধার হওয়া ৪৬ বছর বয়সী ওই রুশ নাগরিকের নাম মিখাইল পিচুগিন। মিখাইলের ভাই এবং তার ১৫ বছর বয়সী ছেলে তীব্র ঠান্ডায় সাগরেই মারা গেছেন।
রুশ প্রসিকিউটরের অফিস থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কমলা রঙের লাইফজ্যাকেট পরিহিত এক ব্যক্তি একটি ছোট ক্যাটামারান-ধরনের নৌকায় ভেসে আছেন। নৌকাটির একটি খুঁটির সঙ্গে লাল পতাকা বাঁধা রয়েছে, এবং উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করছেন।
প্রসিকিউটরের কার্যালয়ের মুখপাত্র এলেনা ক্রাসনয়ারোভা জানান, গত ৯ আগস্ট তিনজন ব্যক্তির একটি দল নৌকায় যাত্রা শুরু করে, কিন্তু কিছুদিন পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১৪ অক্টোবর, রাত ১০টার দিকে একটি মাছ ধরার নৌকা ক্যাটামারানটি দেখতে পায় এবং উদ্ধারকর্মীরা মিখাইলের কাছে পৌঁছান।
পিচুগিনের শরীরের ওজনই তাকে বাঁচিয়ে রেখেছিল বলে রুশ গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন তার স্ত্রী। তিনি জানান, সমুদ্রে নিখোঁজ হওয়ার আগে পিচুগিনের ওজন ছিল প্রায় ১০০ কেজি। তিনি আরও জানান, পিচুগিন এবং তার প্রয়াত ভাই ও ছেলের কাছে প্রায় দুই সপ্তাহ টিকে থাকার মতো খাবার ছিল।
আরআইএ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিকে চিকিৎসার জন্য রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর মাগাডানের একটি হাসপাতালে নেওয়া হবে।
ওখোটস্ক সাগরটি রাশিয়ার পূর্ব সাইবেরিয়া এবং কামচাটকা উপদ্বীপ দ্বারা বেষ্টিত। পূর্ব এশিয়ার শীতলতম এই সাগর সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের সময় বরফে ঢাকা থাকে।