ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কের কাছাকাছি পৌঁছে গেছে রুশ বাহিনী: সামরিক ব্লগাররা
পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি শহরের আরও গভীরে প্রবেশ করেছে রুশ বাহিনী। এর ফলে তারা ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখলের কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন রাশিয়ান ও ইউক্রেনীয় ব্লগাররা।
ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা, যুদ্ধের ফুটেজ বিশ্লেষণকারী সংগঠন 'ডিপস্টেট' শনিবার রাতে মেসেজিং অ্যাপ 'টেলিগ্রাম'-এ লিখেছে, 'শত্রুরা সেলিদোভ পর্যন্ত পৌঁছে গেছে।'
এছাড়া, তারা দক্ষিণ-পূর্বাঞ্চলে রুশ সেনাদের উপস্থিতি ইঙ্গিত করে ওই শহরের একটি ম্যাপ পোস্ট করেছে।
গত এক সপ্তাহ ধরে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কয়লা খনি সমৃদ্ধ শহর সেলিদোভে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এটি দখল করা গেলে ২০ কিলোমিটার (১২ মাইল) উত্তর-পশ্চিমের শহর পোকরোভস্কের লজিস্টিকাল হাবে রাশিয়ার প্রবেশের পথ প্রশস্ত হবে।
রুশ সংবাদমাধ্যম 'শট' টেলিগ্রামে জানিয়েছে, সেলিদোভের ৮০ শতাংশ এলাকা এখন মস্কোর সেনাদের নিয়ন্ত্রণে।
দোনেৎস্ক অঞ্চলের রুশ প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, সেলিদোভ থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে হিরনিক শহরের একটি ভবনের ছাদে রুশ বাহিনী তাদের ইউনিটের পতাকা উত্তোলন করেছে।
রাশিয়ার সামরিক ব্লগাররা আরও জানিয়েছে, রুশ বাহিনী হিরনিকের দক্ষিণ-পশ্চিমে কুরাখোভ শহর দখল করার কাছাকাছি পৌঁছে গেছে।
রয়টার্স স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি। ইউক্রেনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী শনিবার তাদের সন্ধ্যার প্রতিবেদনে বলেছে, কিয়েভ বাহিনী আগের দিন পোকরোভস্ক ফ্রন্টলাইন বরাবর সেলিদোভ এলাকাসহ ৩৬টি রুশ হামলা প্রতিহত করেছে, যদিও বেশ কয়েকটি যুদ্ধ এখনও চলছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর পূর্ণ মাত্রার আক্রমণ সত্বেও ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল এবং একটি নিশ্চিত বিজয় অর্জনে ব্যর্থ হওয়ার পর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার যুদ্ধের লক্ষ্যমাত্রা কমিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের শিল্পকেন্দ্র দনবাসের দিকে নজর দেন, যা লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলে বিস্তৃত।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি