রাশিয়ার আদালতে বিশ্বের মোট অর্থনীতির চেয়েও বেশি জরিমানা করা হলো গুগলকে!
রাশিয়ার একটি আদালত গত সোমবার গুগলকে অবিশ্বাস্য মোটা অঙ্কের জরিমানা করেছে। আরবিসি [রুশ ভাষায়] এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির আদালত ১৭টি রুশ টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করায় [অ্যাক্সেস ব্লক] গুগলকে '২ আনডেসিলিয়ন রুবল' জরিমানা করেছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে রুশ রুবলের দর অনেক কমে যাওয়া সত্ত্বেও, জরিমানার অর্থের পরিমাণ অনেক বেশি।
আরবিসি সূত্র আরও জানিয়েছে, যতক্ষণ না গুগল অ্যাকসেস ফিরিয়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত জরিমানা বাড়তেই থাকবে।
গুগলের উপর রাশিয়ার আদালত যে জরিমানার বোঝা চাপিয়েছে, তা প্রবাদপ্রতীম।
চলুন আমরা গুগলের ওপর রাশিয়ান আদালত যে বিপুল পরিমাণ জরিমানা আরোপ করেছে, সে সম্পর্কে জেনে নেই।
লেখার সময় এক্সই-এর মুদ্রা বিনিময় হার ক্যালকুলেটর অনুসারে- ২,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ রুশ রুবল সমান প্রায় ২০,৫৪১,৬৭৯,৮০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ ডলার।
ইংরেজিতে এই পরিমাণগুলো তুলনা করলে, আমরা বলতে পারি, দুই আনডেসিলিয়ন রুবল প্রায় ২০.৫ ডেসিলিয়ন, ৫৪১ ননিলিয়ন, ৬৭৯ অকটিলিয়ন মার্কিন ডলারের সমান।
এক কথায়, এর মোট মূল্য সম্ভবত পুরো পৃথিবীর মূল্যের [মোট অর্থনীতির] চেয়েও বেশি। তবে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।
জানা যায়, ২০২৩ সালে এটি ১৭৪ বিলিয়ন ডলার মোট মুনাফা অর্জন করেছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট নিঃসন্দেহে একটি ধনী কোম্পানি, তবে আকাশচুম্বী জরিমানার কাছে এর সম্পদ নেহাতই নগন্য।
আরবিসি রিপোর্ট করেছে, গুগল যদি এই রায় ঘোষণার ৯ মাসের মধ্যে নগদ অর্থ না পরিশোধ করে, তবে এটিকে আদালতের নির্দেশ অমান্য করা বলে গণ্য করা হবে এবং 'নির্দেশ অমান্য করা প্রতিটি দিনের জন্য ১ লাখ রুবল করে জরিমানা করা হবে'।
অর্থাৎ, নির্দিষ্ট সময়সীমা শেষে যদি তারা জরিমানা পরিশোধ না করে, তাহলে তাদের ওপর প্রতিদিন নতুন করে জরিমানা বাড়তে থাকবে।
সূত্রটি ইঙ্গিত দেয় যে, এই স্ট্র্যাটোস্ফেরিক জরিমানা করার আগে গুগলকে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
২০২০ সালে জারগ্রাদ টিভি চ্যানেল এবং আরআইএ ফ্যানের মতো সাইটগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্লক করা হলে, রাশিয়ান গণমাধ্যম সংস্থাগুলো গুগলের বিরুদ্ধে একটি সমন্বিত পদক্ষেপ নেয়।
সেসময় গুগলের পক্ষ থেকে বলা হয়, 'নিষেধাজ্ঞা, আইন ও বাণিজ্য আইন লঙ্ঘনের কারণে অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে।'
গুগল এলএলসি (মার্কিন), গুগল আয়ারল্যান্ড এবং গুগল এলএলসি (রাশিয়া) এর একজন প্রতিনিধি এই মামলায় বিবাদী ছিলেন।
আরবিসি জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ চ্যানেলগুলো ব্লক করে রেখেছে ইউটিউব।
প্রায় একই সময়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল যেমন- স্পুটনিক, এনটিভি, রোশিয়া ২৪, আরটি, রাশিয়ার সব রাষ্ট্রের চ্যানেল, রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ফান্ডের চ্যানেল, স্পাস, সংবাদ সংস্থা অরোরার চ্যানেল, ডুমা টিভি এবং অন্যান্য চ্যানেলগুলোর ওপর নিষেধাজ্ঞার করাঘাত পড়ে।
গুগল/অ্যালফাবেট বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সময় স্বীকার করেছে যে রাশিয়ায় তারা আইনি সমস্যায় পড়েছে।
তারা জানিয়েছে, রাশিয়ায় তাদের কিছু আইনি সমস্যা রয়েছে, তবে তারা দেশটির আদালতের চাপের সামনে নতি স্বীকার করার সম্ভাবনা নেই।
তারা আরও বলেছে, রাশিয়ার আইনগত সমস্যাগুলো তাদের ব্যবসায়ে কোনো বড় ধরনের প্রভাব ফেলবে না।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি