ইউক্রেনের ফ্রন্টলাইন শহরের কাছাকাছি চলে এসেছে রুশ বাহিনী: ব্লগারদের প্রতিবেদন
সামরিক ব্লগারদের দাবি, ইউক্রেন যুদ্ধে ডনবাস অঞ্চল পুরোপুরি দখলের উদ্দেশ্যে রুশ বাহিনী দেশটির পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন বা সম্মুখভাগের একটি প্রধান শহরের কাছাকাছি অবস্থান করছে। তারা গত শুক্রবার এক প্রতিবেদনে এ অভিযোগ করেছে।
উভয় পক্ষের ব্লগাররা জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের সন্টসিভকা গ্রামে প্রবেশ করেছে এবং উত্তরপশ্চিম থেকে কুরাখোভ শহরের দিকে অগ্রসর হচ্ছে।
তবে গ্রামটি রাশিয়ার দখলে চলে যাওয়ার বিষয়ে কিছু জানায়নি ইউক্রেন কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কুরাখোভ এবং উত্তর-পশ্চিমে অবস্থিত গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্র পোক্রভস্কের চারপাশে পূর্বাঞ্চলীয় ফ্রন্টে রুশ বাহিনীর সঙ্গে তাদের তীব্র লড়াই চলেছে।
এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, "কুরাখোভ এবং পোক্রভস্ক অঞ্চলগুলো বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জিং। সামরিক কমান্ড ও ব্রিগেড কমান্ড অবস্থান শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে।"
এ বিষয়ে ইউক্রেনের জেনারেল স্টাফ সন্টসিভকা গ্রাম সম্পর্কে কিছু বলেননি। তিনি জানিয়েছেন, কুরাখোভের কাছে রাশিয়ার ৩২টি আক্রমণের মধ্যে ১৮টি এবং পোক্রভস্কের কাছে ১৯টি আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেনীয় বাহিনী।
জনপ্রিয় ইউক্রেনীয় সামরিক ব্লগ 'ডিপস্টেট' সন্টসিভকাকে একটি অনিশ্চিত এলাকা হিসেবে চিহ্নিত করেছে। এলাকাটি কার নিয়ন্ত্রণে রয়েছে তা স্পষ্ট নয় বলে ব্লগটিতে জানানো হয়েছে।
অ্যালেক্স নামে এক ইউক্রেনীয় কর্মকর্তা বলেন, রুশ বাহিনী ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেদ করে গ্রামটিতে অবস্থানঙ করেছে। ব্লু জেড বিয়ার্ড নামে পরিচিত এক রাশিয়ান ব্লগারও একই তথ্য দিয়ে বলেন, রুশ বাহিনীর এ অগ্রগতি শেষ পর্যন্ত কুরাখোভকে ঘিরে ফেলতে সহায়তা করবে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর প্রথম রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রাশিয়া। কিন্তু সেখানে ব্যর্থ হওয়ার পর রুশ বাহিনী ডনবাস অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর প্রথমে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হতে ব্যর্থ হওয়ার পর রাশিয়ান বাহিনী এখন ডনেস্ক এবং লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত ডনবাস অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।
বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ধারাবাহিকভাবে বেশ কয়েকটি গ্রাম দখলের কথা জানিয়েছে এবং পোক্রভস্কের দিকে অগ্রসর হচ্ছে।
ওপেন সোর্সের তথ্য অনুসারে, সেপ্টেম্বরে রুশ বাহিনী ২০২২ সালের মার্চের পর থেকে সবচেয়ে দ্রুতগতিতে ইউক্রেনের দিকে অগ্রসর হয়েছে। যদিও ইউক্রেন রাশিয়ার দক্ষিণ কুর্স্ক অঞ্চলের একটি অংশ পুনর্দখল করেছিল।