৫ দশক পর সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া গেল আংটি! জন্মদিনে মালিক পেলেন উপহার
গত মাসে মরগ্যান পেরিগো নামের এক ব্যক্তির ৮৩ তম জন্মদিন ছিল। ঠিক এর একদিন আগে তার কাছে একটি চমকপ্রদ উপহার আসে। ১৯৭৭ সালে হারিয়ে যাওয়া একটি আংটি তাকে ফিরিয়ে দেওয়া হয়। ১৯৬৫ সালে ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশনের সময় ওই আংটি পেয়েছিলেন পেরিগো।
প্যাকেজটি পাঠিয়েছেন এলেক্স ডেভিস; তিনি একজন পেশাদার ডুবুরি। একইসাথে তিনি বার্বাডোসে একটি পর্যটন ব্যবসাও করেন।
পর্যটন ব্যবসা যখন খুব চাঙ্গা ছিল না তখন এলেক্স সমুদ্রে ডুবুরি হিসেবে যাত্রা করেছিলেন। তার সাথে ছিল মেটাল ডিটেক্টর।
প্রথমদিকে এলেক্স স্বাভাবিক জং ধরা পেরেক, বোতলের ক্যাপ এবং কিছু আকর্ষণীয় কয়েন খুঁজে পান। যেগুলো ছিল ৮০ ও ৯০ দশকের।
এরপর এলেক্সের মেটাল ডিটেক্টর একটু ভিন্নভাবে আওয়াজ করতে থাকেন। এটিকে স্বর্ণ খুঁজে পাওয়ার বার্তা হিসেবে মনে করে তিনি আরও ভালোভাবে খুঁজতে থাকেন। তখন বালি ও পাথরের স্তূপের ভেতর থেকে তিনি এই আংটি খুঁজে পান। যার মাঝে খয়েরি রংয়ের পাথর ছিল।
সমুদ্র থেকে ফেরার পর ভালোভাবে লক্ষ্য করে এলেক্স দেখতে পান, আংটির গায়ে লেখা আছে 'ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় ১৯৬৫'। আর কোড হিসেবে লেখা 'এফএমপি'।
এলেক্স তখনই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঘুরে দেখেন। একইসাথে তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সংস্থায় মেইল করেন।
এক্ষেত্রে অ্যালামনাই সংস্থার ডিরেক্টর ক্যারেন ম্যাককুইগ বলেন, "সৌভাগ্যক্রমে মরগান সত্যিকার অর্থেই একজন ভালো গ্র্যাজুয়েট ছিল। এত বছর পরেও বিশ্ববিদ্যালয়ের সাথে তার যোগাযোগ ছিল।"
পরিচয় পেয়ে এলেক্স পেরিগোর সাথে যোগাযোগ করেন। তখন তিনি আংটিটি হারানোর গল্প বলে সামনেই তার জন্মদিন আসছে বলে জানান। ৪৭ বছর পর আংটিটি পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি।
অনুবাদ: মোঃ রাফিজ খান