হ্যাক না হতে চাইলে যে পাসওয়ার্ডগুলো এড়িয়ে চলা উচিত
জনপ্রিয় পাসওয়ার্ড নিয়ন্ত্রণ সংস্থা নর্ডপাস সম্প্রতি বিশ্বে সর্বাধিক ব্যবহৃত ২০০ পাসওয়ার্ডের বার্ষিক তালিকা প্রকাশ করেছে।
এতে দেখা গেছে, বিশ্বের সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড হলো '১২৩৪৫৬'।
এটি টানা দ্বিতীয় বার এবং নর্ডপাসের করা ছয়টি বার্ষিক প্রতিবেদনের মধ্যে পাঁচবার সর্বাধিক জনপ্রিয় পাসওয়ার্ড হিসেবে র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে। শুধু ২০২২ সালে 'পাসওয়ার্ড'- শব্দটি '১২৩৪৫৬'-কে হারিয়ে শীর্ষে ছিল।
কৌতুকের শেষ এখানেই নয়, 'কোয়ের্টি১২৩', '১২৩৪৫৬৭৮৯', বা '১২৩১২৩'- হলো বহুল ব্যবহৃত পাসওয়ার্ডগুলোর মধ্যে অন্যতম।
এতেই বোঝা যায়, বেশিরভাগ সামাজিক মাধ্যম ব্যবহারকারী নিজেদের সুরক্ষা সম্পর্কে মোটেও ভাবে না।
মজার বিষয় হলো এমনকি কেউ কেউ 'আইলাভইউ'- এর মতো শব্দকেও পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন। কেউ কেউ আবার 'ফাকইউ'- এর মতো শব্দও পাসওয়ার্ড দেন।
এছাড়া, ব্যক্তিগত পছন্দের বিষয়টিও পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে। যেমন: 'পোকেমন', 'মাইনক্রাফ্ট'- এর মতো শব্দকেও মানুষ নিজেদের পাসওয়ার্ড দেন।
এমনকি 'মিশেল' নামটিকেও অনেকের পাসওয়ার্ড হিসেবে দেখা যায়।
প্রতিটি দেশের চলতি ট্রেন্ডের ওপর তার সাংস্কৃতিক বিষয়গুলোর প্রভাব থাকে। যুক্তরাজ্যে 'লিভারপুল' শব্দটি বিশেষভাবে জনপ্রিয়। অন্যদিকে, ফিনল্যান্ড ও হাঙ্গেরিতে তাদের নিজ নিজ ভাষায় 'পাসওয়ার্ড' এর মানে যেসব শব্দ, সেগুলো ব্যবহার করা হয়।
নর্ডপাসের প্রতিবেদনটি একটি ২.৫ টিবি ডাটাবেসের ওপর ভিত্তি করে তৈরি, এসব তথ্য পাবলিক সোর্স এবং কিছু ডার্ক ওয়েব থেকে সংগৃহীত।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, পাসওয়ার্ডের এই কম্বিনেশনগুলো মিলিসেকেন্ডের মধ্যে হ্যাক হয়ে যায়। তাই যদি আপনি এই পাসওয়ার্ডগুলোর মধ্যে কোনটি ব্যবহার করেন, তবে এখনই তা পরিবর্তন করা ভালো!
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি