একই পাসওয়ার্ডে বন্ধুদের সঙ্গে নেটফ্লিক্স দেখা যাবে না আর!
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের গ্রাহকদের জন্য খারাপ সংবাদ। পরিবার-পরিজন বা বন্ধুবান্ধব মিলে একই পাসওয়ার্ড দিয়ে নেটফ্লিক্সে সিনেমা আর সিরিজ দেখার দিন হয়তো শেষ হয়ে আসতে চলেছে।
যুক্তরাজ্যের ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস (আইপিও) বলছে, স্ট্রিমিং সাইটের পাসওয়ার্ড শেয়ারকারীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ উত্থাপন হতে পারে। সংস্থাটির মতে, এই ধরনের অনুশীলন কপিরাইট আইন লঙ্ঘনের মধ্যে পড়ে। খবর এনডিটিভির।
এর আগে গত অক্টোবরে নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছরের শুরু থেকেই পাসওয়ার্ড শেয়ারিংয়ের জন্য চার্জ নেওয়া শুরু করবে তারা।
সাম্প্রতিক নির্দেশনায় আইপিও বলেছে, "অনুমতি ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেটের ছবি ছড়ানো, বা ফিল্ম, টিভি সিরিজ, লাইভ স্পোর্টস ইভেন্ট অ্যাক্সেস করা, সাবস্ক্রিপশন ছাড়াই ফায়ার স্টিকস বা অ্যাপ হ্যাক করা কপিরাইট লঙ্ঘনের সামিল এবং আপনি এর মাধ্যমে অপরাধ সংঘটন করছেন।"
একই বাক্যে পাসওয়ার্ড শেয়ারিংয়ের উল্লেখও ছিল, কিন্তু আইপিও দ্রুত সেটি সরিয়ে ফেলে। যদিও সরকারি এই সংস্থাটির এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, আইন এবং নির্দেশিকা অপরিবর্তিত রয়েছে।
আইপিও পরে আরও জানায় যে, এটি আসলে স্ট্রিমিং জায়ান্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।
নেটফ্লিক্স কর্তৃপক্ষের দাবি, একই অ্যাকাউন্ট অনেকে ব্যবহার করলে গ্রাহকসংখ্যা এমনিতেই কমে যায়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তিন-চার জন বন্ধু একসঙ্গে অ্যাকাউন্ট খুলেছেন।
এই বছরের শুরুতে প্রথম ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করে নেটফ্লিক্স বলেছিল, সারা বিশ্বে ১০০ মিলিয়নেরও বেশি হাউসহোল্ডে একই অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করে ব্যবহারের নজির রয়েছে যা তাদের রাজস্ব আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে চলেছে।