পাসওয়ার্ড নিয়ে বিরক্ত? গুগল নিয়ে আসছে নতুন ব্যবস্থা ‘পাসকি’
আপনার কি পাসওয়ার্ড বস্তুটি বিরক্তিকর লাগে? নিজের বিভিন্ন পাসওয়ার্ড মনে রাখতে পারেন না? তাহলে আপনার জন্য সুখবর — পাসওয়ার্ডের বদলে 'পাসকি' ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে গুগল। খবর এপি'র।
পাসকি কী?
পাসওয়ার্ড ও কনফার্মেশন কোডের বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে পাসকি। ব্যবহারকারীরা এগুলো সরাসরি দেখবেন না, তার বদলে জিমেইলের মতো কোনো অনলাইন সার্ভিস এ পাসকি ব্যবহার করে আপনার নিজের বিশ্বস্ত ডিভাইসের (ফোন, কম্পিউটার) সঙ্গে যোগাযোগ সৃষ্টি করে আপনাকে লগ ইন করতে দেবে।
আপনাকে কেবল একটাই কাজ করতে হবে — একটি পিন আনলক কোড বা বায়োমেট্রিক্স ব্যবহার করে ওই ডিভাইসে নিজের পরিচয় ভেরিফাই করতে হবে।
গুগলের এ পাসকি কোম্পানিটির নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন ছাড়াও আইফোন, ম্যাক ও উইন্ডোজ অপারেটিং ব্যবস্থার কম্পিউটারেও ব্যবহার করা যাবে।
পাসকি কেন দরকারি?
হ্যাকারেরা সহজেই আজকাল পাসওয়ার্ড চুরি করতে পারে। আবার বেশি কঠিন পাসওয়ার্ড অনেক সময় ব্যবহারকারী নিজেও ভুলে যান।
'পাসওয়ার্ড১২৩' বা 'পাসওয়ার্ড' — পাসওয়ার্ড হিসেবে এ সহজ শব্দগুলোর ব্যবহার যেমন আগেও ছিল, এখনও আছে। এগুলোর মাধ্যমে অনলাইনে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা প্রায় অসম্ভব।
অন্যদিকে শক্তিশালী পাসওয়ার্ড খুবই কাজের, কিন্তু দরকারের সময় এসব পাসওয়ার্ড অনেকেরই মনে থাকে না। শক্তিশালী পাসওয়ার্ডের নিয়ম হচ্ছে সংখ্যা, অক্ষর, চিহ্ন সবই থাকতে হবে। এগুলোর সমন্বয়ে তৈরি পাসওয়ার্ডই প্রায়ই শাব্দিকভাবে অর্থহীন হয়। ফলে এগুলো মনে না থাকাটাই স্বাভাবিক।
অনেকেই নিজের সব পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে বাঁচতে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন। কিন্তু এ ব্যবস্থার জন্য আবার একটি শক্তিশালী মাস্টার পাসওয়ার্ড মনে রাখতে হয়।
এসব সমস্যা নিয়ে ব্যবহারকারীকে আর ভুগতে হবে না পাসকি চালু হলে। এর আরেকটি সুবিধা হলো, নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য এগুলো আলাদা আলাদা হবে। অর্থাৎ কোনো ডেটিং সাইট থেকে আপনার পাসকি চুরি করলেও তা ব্যবহার করে আপনার ব্যাংক অ্যাকাউন্টের দখল নিতে পারবে না কোনো স্ক্যামার।
পাসকি যেভাবে ব্যবহার শুরু করবেন
প্রথম কাজটা হলো আপনার গুগল অ্যাকাউন্ট থেকে পাসকিগুলো চালু করা। নিজের যেকেনো বিশ্বস্ত ফোন বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। তারপর g.co/passkeys পেইজটিতে গিয়ে 'স্টার্ট ইউজিং পাসকিস' অপশনটিতে ক্লিক করুন। এতেই আপনার অ্যাকাউন্টের জন্য পাসকি ফিচার চালু হয়ে যাবে।
আপনি যদি অ্যাপল ডিভাইস ব্যবহার করেন, তাহলে আপনাকে প্রথমে কিচেইন অ্যাপ চালু করতে বলা হবে। এ অ্যাপ পাসওয়ার্ড ও পাসকি নিরাপদে মজুত রাখে।
এরপরের ধাপটি হলো মূল পাসকিসমূহ তৈরি করা যেগুলো আপনার বিশ্বস্ত ডিভাইসগুলোকে যুক্ত করবে। আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে ও সেখানে গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে, তাহলে আপনার কাজ প্রায়ই শেষ। কারণ অ্যান্ড্রয়েড ফোন পাসকি ব্যবহারের জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত। তবে আপনাকে এ ফাংশনটি চালু করে নিতে হবে।
আগে উল্লেখ করা গুগল অ্যাকাউন্টের পেইজটিতে 'ক্রিয়েট আ পাসকি' বাটনে চাপুন। এরপর নতুন একটি উইন্ডো তৈরি হবে যেখানে আপনি বর্তমান ডিভাইসটি বা অন্য কোনো ডিভাইসের জন্য পাসকি তৈরি করতে পারবেন। পাসকি যদি আগে থেকেই তৈরি হয়ে থাকে, তাহলে গুগল সেটাও আপনাকে জানিয়ে দেবে।
যদি আপনার কম্পিউটার থেকে পাসকি তৈরি করা না যায়, তাহলে একটি কিউআর কোড দেওয়া হবে আপনাকে। এরপর সেটিকে স্ক্যান করলে 'সেট আপ পাসকি' অপশন আসবে।
তারপর কী?
পাসকি তৈরি করার পর থেকে আপনার গুগল অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য কেবল ইমেইল ঠিকানা দিলেই চলবে। আপনি ঠিকমতো পাসকি সেট করতে পারলে আপনাকে সাইন ইন করার সময় কেবল ফিংগারপ্রিন্ট, মুখের ছবি বা পিন দেওয়ার জন্য বলা হবে।
বলা বাহুল্য, পাসকি চালু হলে আপনার পাসওয়ার্ডগুলো কোথাও হারিয়ে যাবে না। কিন্ত পাসকি চালু হলে খুব সম্ভবত আপনাকে আর পাসওয়ার্ড তেমন একটা ব্যবহার করতে হবে না। এমনকি ভবিষ্যতে গুগল হয়তো আপনার অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড ডিলিটও করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।