সিরিয়া ছেড়েছেন আসাদ: নিশ্চিত করল রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সিরিয়া ছেড়েছেন।
বিবৃতিতে বলা হয়, 'সিরিয়ায় সশস্ত্র সংঘাতে লিপ্ত গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পর আসাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়ে দেশ ত্যাগ করেন।'
মন্ত্রণালয় বলেছে, 'রাশিয়া এই আলোচনায় অংশ নেয়নি।'
এতে বলা হয়, 'সিরিয়ার ঘটনায় মস্কো অত্যন্ত উদ্বিগ্ন ছিল এবং সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।'
বিবৃতিতে বলা হয়, 'আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার এবং শাসনসংক্রান্ত সকল বিষয় রাজনৈতিক উপায়ে সমাধান করতে আহ্বান জানাচ্ছি।'
এতে বলা হয়েছে, 'রাশিয়া সিরিয়ার বিরোধীপক্ষের সব দলের সঙ্গে যোগাযোগ রাখছে।'
সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে তারা, তবে এই মুহূর্তে তাদের জন্য বড় ধরনের কোনো হুমকি নেই।
এর আগে, নাম প্রকাশে অনিচ্ছুক সেনা কর্মকর্তাদের বিবৃতি দিয়ে ইসরায়েলি গণমাধ্যম 'চ্যানেল ১২' জানায়, আসাদ সিরিয়া ছেড়েছেন।
আবার ওয়ালা নিউজ সাইটও এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায়, 'আসাদ গতকাল রাতেই দামেস্ক থেকে বিমানে করে রাশিয়ার খেমাইমিম বিমান ঘাটিতে চলে যান। সেখান থেকে তার মস্কো যাওয়ার কথা রয়েছে।'
আরেক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানান, ধারণা করা হচ্ছে যে আসাদ রাশিয়ার পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।
তিনি দেশ ছেড়েছেন কি-না তা নিয়ে ধোঁয়াশা ছিল। এছাড়া দেশ ছাড়লেও তার গন্তব্য রাশিয়া কি না তা নিয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি ইঙ্গিত দিচ্ছে, আসাদের পালিয়ে রাশিয়া যাওয়ার গুঞ্জনটি সত্য হলেও হতে পারে।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি