পোলারাইজেশন: মেরিয়াম-ওয়েবস্টারের ২০২৪ সালের সেরা শব্দ
যুক্তরাষ্ট্রের প্রাচীনতম অভিধান মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি 'পোলারাইজেশন'কে ২০২৪ সালের সেরা শব্দ হিসেবে নির্বাচন করেছে। শব্দটি মার্কিন রাজনীতি ও সমাজের চরম উদ্বেগজনক বা কঠিন পরিস্থিতি বর্ণনা করতে অসংখ্যবার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে অভিধান কর্তৃপক্ষ।
শব্দটির অর্থ হিসেবে উল্লেখ করা হয়েছে, 'দুটি স্পষ্ট বিপরীতের মধ্যে বিভাজন'।
মেরিয়াম-ওয়েবস্টারের সম্পাদক পিটার সোকলস্কি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, অনলাইন ডিকশনারি শুধু কোন শব্দগুলো খোঁজা হচ্ছে সেটাই দেখায় না, বরং শব্দটি কি পরিমাণে বা কত মানুষ খুঁজছে, সেটাও দেখায়। এ তথ্য ব্যবহার করে গত বছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন শব্দগুলোর তালিকা তৈরি করা হয়েছে।
তিনি বলেন, 'এ বছর ছিল গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের বছর। স্পষ্টত নির্বাচন ছিল এ বছরের সেরা গল্প। আর পোলারাইজেশন এমন একটি শব্দ যা প্রত্যেকেই ব্যবহার করেছে।'
এছাড়াও বেশিবার খোঁজা শব্দগুলোর তালিকায় রয়েছে 'টোটালিটি', 'ফোর্টনাইট'।
এদিকে অক্সফোর্ড ডিকশনারি চলতি মাসের শুরুতে 'ব্রেইন রট'কে তাদের ওয়ার্ড অব দ্য ইয়ার ঘোষণা করে। ব্রেইন রট বলতে মূলত অত্যধিক নিম্নমানের অনলাইন কন্টেন্ট দেখার উদ্বেগজনক প্রভাবকে বোঝায়। বিশেষত সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর ডিকশনারি ডট কমের বর্ষসেরা শব্দ ছিল 'ডিমিউর'।
অনুবাদ: রেদওয়ানুল হক