পূর্বাঞ্চলের কিছু এলাকা থেকে পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী
পূর্ব রণাঙ্গনের দনেয়স্ক এর দুটি গ্রাম— উসপেনিভকা ও ত্রুদোভ থেকে সেনাদের পিছিয়ে এনেছে ইউক্রেনের সেনাবাহিনী; নাহলে তারা অগ্রসর হতে থাকা রুশ সেনাদের ঘেরাওয়ের মধ্যে পড়তো।
এরমধ্যেই শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দনেয়স্ক অঞ্চলের উপসেনভিকা ও নভোপুসতিঙ্কা– এ দুই জনপদের দখল নিয়েছে তাদের সেনারা। আর বুধবারে তারা ত্রুদোভের নিয়ন্ত্রণ নিয়েছে।
ইউক্রেন যুদ্ধ এখন পা রেখেছে ৩৩তম মাসে, যখন সামনে এগিয়ে আসতে থাকা রুশ বাহিনীকে ঠেকিয়ে দিতে – ভয়াবহ প্রতিরোধ যুদ্ধ লড়তে হচ্ছে কিয়েভের সেনাদের। সম্মুখভাগের কিছু জায়গায় ইউক্রেনীয়দের জনবলও কম।
শুক্রবার ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বিবৃতিতে জানানো হয়, 'ঘেরাও হওয়া এড়াতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীগুলোর কমান্ডার- ইন-চিফ উক্ত এলাকাগুলো থেকে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সব ইউনিট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।'
ইউক্রেনীয় কর্তৃপক্ষের পৃথক আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, সামরিক ইউনিটগুলো ঘেরাও হওয়া এড়াতে পেড়েছে, এখন তারা কুরাখভ-কনস্ট্যান্টিনোপলস্ক অঞ্চলে সক্রিয় থাকবে।
গতকাল কুরাখভ যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের বিরুদ্ধে ১৮টি পৃথক লড়াইয়ের কথা জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। রুশ সেনারা এদিক দিয়ে অগ্রসর হয়ে কুরাখভের উত্তরে যাওয়ার চেষ্টা করছে।