মোজাম্বিকে বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভের সুযোগে জেলখানা থেকে পালাল শত শত কয়েদি
মোজাম্বিকে বিতর্কিত নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি কারাগার থেকে ১ হাজার ৫০০-র বেশি বন্দি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশপ্রধান বার্নার্ডিনো রাফায়েল এক সংবাদ সম্মেলনে জানান, কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৩৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
এখন পর্যন্ত প্রায় ১৫০ জন পলাতককে ফের আটক করা হয়েছে বলে জানান তিনি।
সোমবার মোজাম্বিকের সর্বোচ্চ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো পার্টির নির্বাচনি বিজয় নিশ্চিত করার পর বিক্ষোভ শুরু হয়। দলটি ১৯৭৫ সাল থেকে মোজাম্বিকে ক্ষমতায় রয়েছে।
পুলিশপ্রধান রাফায়েল বলেন, বুধবার রাজধানী মাপুতোর কারাগারের কাছে একদল সরকারবিরোধী বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। বন্দিরা সেই বিক্ষোভের সুযোগ নিয়ে একটি প্রাচীর ভেঙে পালিয়ে যায়।
গত অক্টোবরে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর থেকে অস্থিতিশীল হয়ে আছে মোজাম্বিক। অফিশিয়াল ফলাফলে ক্ষমতাসীন ফ্রেলিমো পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ড্যানিয়েল চ্যাপোকে বিজয়ী ঘোষণা করা হয়।
সাংবিধানিক আদালত চ্যাপোর জয়কে বৈধ ঘোষণা করে রায় দেওয়ার পর সোমবার নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যদিও আদালত তার বিজয়ের ব্যবধান কিছুটা কমিয়ে এনেছে।
প্রাথমিক ফলাফলে বলা হয়েছিল, চাপো ৭১ শতাংশ ভোট পেয়েছেন, আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভেনানসিও মন্ডলেন পেয়েছেন ২০ শতাংশ ভোট। আদালত এই হার সংশোধন করে চাপোর ভোটপ্রাপ্তির হার ৬৫ শতাংশ এবং মন্ডলেনের ২৪ শতাংশ নির্ধারণ করে।
বিবিসির একজন প্রতিবেদক জানান, বড়দিনের আগেরদিন মাপুতোকে ভুতুড়ে শহর মনে হচ্ছিল। প্রায় সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ১৯৭৫ সালে ফ্রেলিমোর ক্ষমতা দখলের পর সবচেয়ে ভয়াবহ অস্থিরতার হাত থেকে বাঁচতে মানুষ ঘর থেকে বের হচ্ছিল না।
দেশজুড়ে ফ্রেলিমোর অফিস, পুলিশ স্টেশন, ব্যাংক ও কারখানায় লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মোজাম্বিকের স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার জানান, সোমবার শুরু হওয়া বিক্ষোভে অন্তত ২১ জন নিহত হয়েছে।
এদিকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিরোধীদলীয় প্রার্থী ভেনানসিও মন্ডলেন তার সমর্থকদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ফলাফল বাতিল করা না হলে 'নতুন জনপ্রিয় গণ-অভ্যুত্থান' হতে পারে।
নির্বাচনের পর থেকে গত তিন মাসের বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন নিহত হয়েছে।