'জয়ী না হওয়া পর্যন্ত' ইউক্রেনকে সমর্থন দিতে নারাজ পশ্চিম ইউরোপ, বাড়ছে সমঝোতার পক্ষে জনমত: জরিপ
ইউক্রেনের প্রতি সমর্থন দেওয়া এবং রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে পশ্চিম ইউরোপের জনগণের মনোভাব উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হচ্ছে। নতুন এক জরিপে উঠে এসেছে, ইউক্রেনকে 'জয়ী করা পর্যন্ত' সমর্থন দেওয়ার প্রবণতা ইউরোপের নাগরিকদের মধ্যে অনেকটাই কমে গেছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিবর্তে সমঝোতার প্রতি ঝোঁক বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রেসিডেন্ট পদে প্রত্যাবর্তন এবং রাশিয়ার সামরিক কৌশল ইউক্রেনের ভবিষ্যৎ যুদ্ধ পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।
ডিসেম্বর মাসে ইউগভ পরিচালিত জরিপে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন, ডেনমার্ক এবং যুক্তরাজ্যের নাগরিকদের মতামত বিশ্লেষণ করা হয়। দেখা গেছে, এসব দেশে ইউক্রেনকে দীর্ঘমেয়াদি সমর্থনের প্রতি আগ্রহ কমেছে। বিশেষ করে, যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে বিজয় অর্জনের চেয়ে সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে মতামত বেড়েছে।
ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেনের মতো দেশগুলোতে বেশিরভাগ উত্তরদাতা সমঝোতাকে প্রাধান্য দিয়েছেন। এমনকি, সমঝোতা যদি রাশিয়াকে কিছু অংশ নিয়ন্ত্রণে রাখতে হয়, তবুও এই মতামত পরিবর্তন হয়নি।
জরিপে অংশ নেওয়া অধিকাংশ উত্তরদাতা মনে করেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ইউক্রেনকে সহায়তা কমিয়ে দিতে পারেন। এমনকি যুদ্ধ বন্ধে তার প্রতিশ্রুত '২৪ ঘণ্টার' সমাধান নিয়েও অনেকে সন্দিহান।
জার্মানির ৬২ শতাংশ, স্পেনের ৬০ শতাংশ, যুক্তরাজ্যের ৫৬ শতাংশ, ফ্রান্সের ৫২ শতাংশ এবং ইতালির ৪৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, ট্রাম্প ইউক্রেনের প্রতি বর্তমান সমর্থন কমিয়ে দেবেন। তবে, তিনি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করবেন কিনা, তা নিয়ে বিভক্ত মতামত রয়েছে।
জরিপে সুইডেন (৫০ শতাংশ), ডেনমার্ক (৪০ শতাংশ) এবং যুক্তরাজ্য (৩৬ শতাংশ) জনগণ এখনও ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে। তবে, এসব দেশেও সমর্থনের হার আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।
অন্যদিকে, ইতালি, স্পেন, ফ্রান্স এবং জার্মানিতে সমঝোতার পক্ষে জনসমর্থন বেড়েছে। বিশেষত, ইতালিতে সমঝোতার পক্ষে সমর্থন ৪৫ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। স্পেনে ৪৬ শতাংশ, ফ্রান্সে ৪৩ শতাংশ এবং জার্মানিতে ৪৫ শতাংশ মানুষ সমঝোতাকে সমাধান হিসেবে দেখছেন।
যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও পশ্চিম ইউরোপে বিভক্তি স্পষ্ট। অধিকাংশ উত্তরদাতা মনে করেন, আগামী এক বছরে রাশিয়া বা ইউক্রেনের কেউই জয়লাভ করতে পারবে না। বরং যুদ্ধ চলতেই থাকবে, অথবা একটি সমঝোতা হবে।
ডেনমার্কে ৪৭ শতাংশ, জার্মানিতে ৪০ শতাংশ, যুক্তরাজ্য ও ফ্রান্সে ৩৮ শতাংশ এবং ইতালিতে ৩৬ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, সমঝোতার সম্ভাবনা বেশি। অন্যদিকে, স্পেনের ৩৬ শতাংশ এবং সুইডেনের ৩৫ শতাংশ উত্তরদাতা মনে করেন যুদ্ধ চলতে থাকবে।
ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা নিয়ে পশ্চিম ইউরোপে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জরিপে দেখা যায়, ডেনমার্কের ৬৬ শতাংশ, সুইডেনের ৬৩ শতাংশ, স্পেনের ৬৩ শতাংশ, যুক্তরাজ্যের ৫৯ শতাংশ, জার্মানির ৫৩ শতাংশ এবং ফ্রান্সের ৫২ শতাংশ উত্তরদাতা মনে করেন ইউক্রেনের জন্য সহায়তা যথেষ্ট নয়।
তবে, তাদের মধ্যে একটি ক্ষুদ্র অংশ এই সহায়তা বাড়ানোর পক্ষে। সুইডেনে মাত্র ২৯ শতাংশ, যুক্তরাজ্যে ২১ শতাংশ, ফ্রান্সে ১৪ শতাংশ এবং ইতালিতে মাত্র ১১ শতাংশ উত্তরদাতা সরকারের সহায়তা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।