যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, সাত রাজ্যে জরুরি অবস্থা জারি, বাতিল হাজারো ফ্লাইট
প্রবল শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ৬০ মিলিয়নের বেশি মানুষ। এ বৈরী আবহাওয়ায় দেশটিতে হতে পারে এক দশকের সবচেয়ে শক্তিশালী তুষারঝড়, তাপমাত্রা নেমে যেতে পারে রেকর্ড সর্বনিম্ন স্তরে।
বৈরী আবহাওয়ার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে সাতটি অঙ্গরাজ্যে—ক্যানসাস, মিসৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, আরাকানসার ও নিউজার্সির একাংশে। এর মধ্যে ঝড়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে কেন্টাকিতে।
আবহাওয়াবিদরা বলছেন, মেরু ঘূর্ণির কারণে আবহাওয়ার এমন চরম অবস্থা দেখা যাচ্ছে। মেরু ঘূর্ণি একটি ঠান্ডা বায়ুপূর্ণ এলাকা, যা আর্কটিক অঞ্চলে চলাচল করে। এই মেরু ঘূর্ণি যুক্তরাষ্ট্রে ঠান্ডা আবহাওয়া নিয়ে এসেছে।
ঝড়ের কারণে ব্যাহত হয়েছে বিমান চলাচলও। কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত কিংবা বাতিল করা হয়েছে। ঝড়ে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে অজস্র সড়ক। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল।
সোমবার রাত নাগাদ আবহাওয়া স্বাভাবিক হতে আরম্ভ করবে বলে আশা করা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুষারঝড় এখন মধ্য-আটলান্টিকের দিকে এগোচ্ছে। আজ সোমবার ওয়াশিংটনে ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
ক্যানসাস ও উত্তর-পশ্চিম মিসৌরির কিছু অংশের রাস্তাঘাট তুষার ও বরফের চাদরে ঢেকে গেছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
সোমবার রাত নাগাদ ঝড় সরে যেতে শুরু করলেও হাড়কাঁপানো আর্কটিক বাতাসও যাবে এর পিছু পিছু। এর ফলে সোম ও মঙ্গলবার দিনের তাপমাত্রা গড় তাপমাত্রার চেয়ে ১০ থেকে ২০ ডিগ্রি ফারেনহাইট কম থাকবে।