১৭ দিন মৃত সন্তান বহন করা তিমি ফের সন্তানহারা, ঠেলে নিয়ে চলেছে শাবককে
২০১৮ সালে মৃত শাবকের দেহ ১৭ দিন ধরে ঠেলে নিয়ে আলোচনায় আসা রাক্ষুসে তিমি তাহলিকোয়া আবারও শোকের মাঝে। এবারও তার শাবকের মৃত্যু ঘটেছে, সে মৃত দেহ ঠেলে নিয়ে চলছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন উপকূলে। খবর বিবিসি'র।
সাধারণত কিলার তিমিরা মৃত শাবকের দেহ এক সপ্তাহ পর্যন্ত বহন করে, তবে ওরকা তাহলিকোয়া ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া উপকূলে ১৭ দিন ধরে মৃত শাবককে ১৬০০ কিলোমিটার পথ বহন করে তিমি গবেষকদের নজরে এসেছিল।
গবেষণা সংস্থা 'সেন্টার ফর হোয়েল রিসার্চ' জানিয়েছে, প্রতিটি শাবকের মৃত্যু তিমিদের জন্য গভীর ক্ষতি হলেও তাহলিকোয়ার জন্য এটি বিশেষভাবে বেদনাদায়ক। তার চারটি শাবকের মধ্যে দুটির মৃত্যু হয়েছে, আর এই দুই শাবকই ছিল মেয়ে।
দক্ষিণাঞ্চলীয় রেসিডেন্ট কিলার প্রজাতির অন্তর্ভুক্ত তাহলিকোয়া, কানাডা ও যুক্তরাষ্ট্র উভয় দেশের বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। এই তিমিরা চিনুক স্যামন মাছের ওপর নির্ভরশীল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই মাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
পুষ্টির অভাব এবং খাদ্যের অপ্রতুলতার কারণে তিমিদের প্রজননে ব্যর্থতার ঘটনা বেড়েছে বলে গবেষকরা জানিয়েছেন।