কিয়ানু রিভসের লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে চুরি হওয়া রোলেক্স পাওয়া গেল চিলিতে
২০২৩ সালে কিয়ানু রিভসের লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে চুরি হওয়া মূল্যবান রোলেক্স ঘড়িটি সম্প্রতি দক্ষিণ আমেরিকার চিলি থেকে উদ্ধার করেছে পুলিশ।
চিলির পুলিশ সম্প্রতি সান্তিয়াগোতে তল্লাশি চালিয়ে তিনটি ঘড়ি উদ্ধার করার কথা জানিয়েছে। এরমধ্যে রোলেক্স সাবমেরিনার ঘড়িটিতে কিয়ানুর নামের আদ্যক্ষর লেখা; সঙ্গে '২০২১, জেডব্লিউ ৪, থ্যাংক ইউ, জন উইক ফাইভ' লেখা ছিল। শনিবার স্থানীয় ডাকাতির ঘটনার সূত্র ধরে অভিযান চালানোর সময় ঘড়িটি উদ্ধার করা হয়।
বলা বাহুল্য, জন উইক সিরিজের সিনেমাগুলো কিয়ানু রিভসের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম।
রোলেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, উদ্ধারকৃত ঘড়িটির দাম প্রায় ৯,০০০ ডলার— যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা।
জানা গেছে, মার্কিন পুলিশের অভিযোগের ভিত্তিতে চিলির পুলিশ তদন্ত শুরু করে। এরপর এক চুরির ঘটনাকে কেন্দ্র করে তারা ৪টি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে মূল্যবার গয়নার সঙ্গে উদ্ধার তিনটি ঘড়ি। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সিএনএন চিলি জানিয়েছে, অভিযানে উদ্ধার হওয়া ঘড়ি তিনটি অভিনেতার।
এ ঘটনায় ২১ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তারও করেছে পুলিশ।
এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে কিয়ানু রিভসের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ধারণা করা হয়, ওই সময়ই রোলেক্স ঘড়িটি তার বাড়ি থেকে সরানো হয়েছিল।
কিয়ানু রিভসের বাড়িতে চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ২০১৪ সালে তিনদিনে দুবার বাড়িতে চুরির শিকার হয়েছিলেন কিয়ানু রিভস।