অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরুর ৫ মিনিটেই ১ দিনের টিকিট শেষ
আজ শনিবার অনলাইনে টিকিট বিক্রি শুরুর প্রথম পাঁচ মিনিটেই ৬ জুলাইয়ের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
গতকাল শুক্রবার ঈদ-উল আযহার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মোট টিকিটের অর্ধেকই অনলাইনে বিক্রি হবে।
৫,৬,৭,৮ ও ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে ১,২,৩,৪ ও ৫ জুলাই।
অনেক যাত্রীর অভিযোগ, বারবার চেষ্টা করেও টিকিট কিনতে না পেরে বাধ্য হয়ে রাজধানীর কমলাপুরের রেলওয়ে স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের।
অন্তত শ'খানেক যাত্রীর পেছনে লাইনে অপেক্ষারত মোঃ রনি নামের এক ব্যবসায়ী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আজ সকাল ৮টা থেকে আমি অনলাইনে টিকিট কেনার চেষ্টা করছি। কিন্তু ৫ মিনিটেই সব টিকিট বিক্রি হয়ে যায়"।
তার মতোই একই অভিজ্ঞতার কথা জানালেন আরেক যাত্রী রুহুল আমিন, "গতকাল থেকে অনলাইনে টিকিট কেনার চেষ্টা করছি। না পেরে স্টেশনে এসেছি কিন্তু, লাইন তো অনেক লম্বা। জানি না আরও কতোক্ষণ এখানে অপেক্ষা করতে হবে"।
"এরমধ্যে আবার টিকিট বিক্রিও হচ্ছে ধীরে ধীরে। সময়ের দাম নেই আমাদের"।
স্টেশনে প্রচণ্ড ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার মধ্যরাতে স্টেশনে চলে এসেছেন গিয়াস আহমেদ, এখনো ঈদের টিকিট কিনতে পারেননি তিনি।
"কাল রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু লাইন তো একদমই সামনে এগোয়নি। আমি জানি না এখন কী করব"।