করোনায় একই পরিবারের তিনজন আক্রান্ত
দেশে করোনা ভাইরাসে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭-তে দাঁড়ালো।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ জানান, নতুন করে আক্রান্ত তিনজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুইজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। ওই পরিবারের এক সদস্য ইতালি থেকে এসেছেন।
এর আগে বুধবার দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন বৃদ্ধ মারা গেছেন। তিনি প্রবাসফেরত একজনের স্বজন। এছাড়া নতুন করে আরও চারজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ওইদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ওয়ার্ল্ডোমিটারের লাইভ তথ্যমতে বিশ্বব্যাপী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারা বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৩৪৫ জন। মাস দুয়েক আগে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত ৮ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে।