চুয়াডাঙ্গায় ইতালিফেরত যুবক করোনা ভাইরাসে আক্রান্ত
চুয়াডাঙ্গায় ইতালিফেরত এক যুবকের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. এএসএম মারুফ হাসান বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৩০ বছর বয়স্ক ওই যুবককে বর্তমানে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাবাকে হোম-কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আক্রান্ত তরুণের বাড়ি জেলার আলমডাঙ্গা উপজেলায়। তিনি গত ১২ মার্চ ইতালি থেকে দেশে ফেরেন। ঢাকায় দু'দিন থাকার পর ১৪ মার্চ তিনি নিজ বাড়িতে আসেন। ১৬ মার্চ তাকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এছাড়া তার পুরো পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গার চার উপজেলার বিভিন্ন গ্রামে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন ৮৩ জন। তারা সবাই সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলায় দুই জন, জীবননগর উপজেলায় ৩৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ৩৫ জন এবং দামুড়হুদা উপজেলায় ১৩ জন।