রাতেও স্বাভাবিক হয়নি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৪০ কিমি যানজট
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। শুক্রবার ভোরে শুরু হওয়ার পর ৪০ কি.মি এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে সড়ক দুর্ঘটনার কারণে প্রায় পৌনে দুই ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে বাসাইল উপজেলার গুল্লাহ পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে আছে। যানজট ও প্রচন্ড গরমে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
গন্তব্যে যেতে তিন থেকে চারগুন বেশি সময় লেগেছে।
মহাসড়কের বাসের পাশাপাশি খোলা ট্রাক ও পিকআপেও ঝুঁকি নিয়ে গন্তব্যে ফিরছে মানুষ। এছাড়াও অনুমতি নিয়ে মহাসড়কে অন্য জেলার মোটরসাইকেলও চলছে।
বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্র জানায়, স্বাভাবিক সময়ে ১২/১৩ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। কিন্তু ঈদকে কেন্দ্র করে কয়েক গুণ বেশি যানবাহন সেতু পারাপার হচ্ছে।
ট্রাক চালক রাজু আহমেদ বলেন, টাঙ্গাইলের করটিয়া থেকে এলেঙ্গা প্রায় ২৫ কিলোমিটার রাস্তা আসতে দুই ঘন্টার বেশি সময় লেগেছে।
বাস যাত্রী হান্নান বলেন, ভোর রাতে মহাখালী থেকে রওনা হয়েছি। সন্ধ্যা রাতে এলেঙ্গা এসেছি। কখন রংপুর পৌঁছাবো জানি না।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, যানজট নিরসনে মহাসড়কে সাত শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু সেতুর উপরে সড়ক দুর্ঘটনার কারণে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরাতে সময় লাগে, এ কারণে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ, সূত্রপাত হয় দীর্ঘ যানজটের।