পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পাঁচ কিলোমিটার জুড়ে গাড়ির ধীরগতি
ঈদের দ্বিতীয় দিনে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের চাপ বেড়েছে। সোমবার সকাল থেকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর টোলপ্লাজায় যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে শ্রীনগর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের পুরাতন ফেরিঘাট এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সারিতে অপেক্ষমান যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে।
ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে একটু সময় লাগছে। এতে টোল প্লাজায় যানবাহনের সারি সৃষ্টি হয় বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। তবে স্বল্প সময়ের মধ্যেই টোল দিয়ে যানবাহনগুলো সেতু পারাপার হয়ে নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছে।
মাওয়া প্রান্তে দায়িত্বে থাকা পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, "ঈদের দিন যানবাহনের চাপ অনেকটাই কম ছিল। তবে আজ ঈদের দ্বিতীয় দিনে অতিরিক্ত যানবাহনের চাপ ও ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে টোলপ্লাজায় এসে যানবাহনকে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে।
অনেকে ঈদে বাড়ি যেতে পারে নি, তারা আজ বাড়ি যাচ্ছে। আবার অনেকে ঘুরতে যাচ্ছে পদ্মা সেতুর ওপারে। যার জন্য গাড়ির একটু চাপ বেশি। তবে কত কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি সেটা এখন বলা মুশকিল।"