জেমস বন্ডের আবহ সঙ্গীতের রচয়িতা মন্টি নরম্যান মারা গেছেন
জেমস বন্ড চলচ্চিত্রের আবহ সঙ্গীতের স্রষ্টা, ইংরেজ সুরকার-গীতিকার মন্টি নরম্যান মারা গেছেন। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর সোমবার ১১ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। মন্টি নরম্যানের অফিশিয়াল ওয়েবসাইটে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
জেমস বন্ডের নাম উচ্চারণ করলেই অবধারিতভাবে এসে পড়বে এর সঙ্গীতের কথা। এতগুলো বছরে এত এত জেমস বন্ড চলচ্চিত্র নির্মিত হয়েছ; শন কনারি থেকে রজার মুর, পিয়ার্স ব্রসনান থেকে ড্যানিয়েল ক্রেইগ; পাল্টেছে বন্ড চরিত্রের অভিনেতারা। কিন্তু পাল্টায়নি সিনেমার আবহ সঙ্গীত। কালজয়ী সেই আবহ সঙ্গীতের রচনা করে জগত জুড়ে খ্যাতি পেয়েছিলেন মন্টি নরম্যান।
১৯৬২ সালে মুক্তি পায় ইয়ান ফ্লেমিং এর লেখা গোয়েন্দা কাহিনী অবলম্বনে জেমস বন্ড চলচ্চিত্র 'ডক্টর নো'। ছবিতে বন্ডের ভূমিকায় অভিনয় করেন শন কনারি, আর আবহ সঙ্গীত রচনার দায়িত্ব দেওয়া হয় মন্টি নরম্যানকে। প্রায় প্রতিটি বন্ড চলচ্চিত্রের শুরুতে দেখা যায়, জেমস বন্ড পিস্তল হাতে স্ক্রিনের দিকে বন্দুক তাক করে গুলি করছেন। আর এই দৃশ্যের সাথে সাথেই শুরু হয় মন্টি নর্ম্যানের চিরচেনা সুর।
'ডক্টর নো' সিনেমায় নরম্যান-রচিত আবহ সঙ্গীত বিশেষ জনপ্রিয়তা পায়। এই আবহ সঙ্গীতের তত্বাবধানে ছিলেন জন ব্যারি। জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির জন্য পরবর্তীতে এটিই প্রধান আবহ সঙ্গীত হয়ে ওঠে। এ নিয়ে প্রকাশ্যে জন ব্যারির কাজের প্রশংসাও করেন মন্টি।
কিন্তু কয়েক বছর পর জন ব্যারি এই আবহ সঙ্গীত তার লেখা বলে দাবি জানান এবং এই জটিলতা আদালত পর্যন্ত পৌঁছায়। অবশেষে আদালতের রায় নরম্যানের পক্ষে আসে। শুধু তাই নয় তাকে ৩০,০০০ পাউন্ড এবং আদালতের খরচও প্রদান করা হয়।
১৯২৮ সালের ৪ এপ্রিল পূর্ব লন্ডনের স্টেপনিতে জন্মগ্রহণ করেন নরম্যান। তার জন্মসূত্রে পাওয়া নাম ছিল মন্টি নসরোভিচ। ১৯৫০ ও ১৯৬০ এর দশকে যখন তার বয়স মাত্র ১৬ বছর বয়স, তখনই একটি খ্যাতনামা ব্যান্ডে গান গেয়েছিলেন তিনি। ফলে তার মা খুশি হয়ে তখন তাকে একটি গিটার উপহার দেন। মায়ের দেওয়া গিটারটি পরবর্তী করেক দশক ধরে আগলে রেখেছিলেন মন্টি নরম্যান।
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট