মালদ্বীপে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে
ব্যাপক অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কাতে চলমান বিক্ষোভের মধ্যেই দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়েছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে।
বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আজ (১৩ জুলাই) সকালে রাজাপাকসে, তার স্ত্রী এবং দুই দেহরক্ষী শ্রীলঙ্কার বিমান বাহিনীর একটি বিমানে চড়ে মালদ্বীপ চলে গেছেন।
এছাড়া, একটি সরকারি সূত্র ও রাজাপাকসের ঘনিষ্ঠ ব্যক্তি জানান, তিনি মালদ্বীপের রাজধানী মালেতে আছেন।
রাজাপাকসে সেখান থেকে এশিয়ার অন্য কোনো দেশে যাবেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
রাষ্ট্রপতি পদ থেকে আজই পদত্যাগ করতে পারেন তিনি। পদত্যাগের কয়েক ঘণ্টা আগেই দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিলেন তিনি।
উল্লেখ্য, এর আগে শনিবার (৯ জুলাই) বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবন দখলে নিয়ে নেয়। সেসময় বাসভবন ছেড়ে পালিয়েছিলেন তিনি। তখন থেকেই গোতাবায়ার দেশত্যাগের জল্পনা তৈরি হয়েছিল।
চরম অর্থনৈতিক সংকটের মাঝে দীর্ঘদিন ধরেই গোতাবায়ার পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন শ্রীলঙ্কার আমজনতা। তবে গোতাবায়া অনড় ছিলেন নিজের অবস্থানে।
তার ভাই মহিন্দা রাজাপাকসে চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও নিজের গদি ছাড়েননি গোতাবায়া। তবে তার সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়ার পর তিনি পদত্যাগে সম্মত হন।
গত সপ্তাহে তিনি জানান, বুধবার অর্থাৎ আজ তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবেন। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথাও বলেন তিনি।
উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে গোতাবায়া গ্রেপ্তার হওয়া থেকে বেঁচে যাবেন বলে পদত্যাগ করার আগে দেশ ছাড়তে চেয়েছিলেন তিনি।
জানা গেছে, অ্যান্টভ-৩২ সামরিক বিমানে করে দেশ ছাড়েন গোতাবায়া। মালদ্বীপে অবতরণের পর গোতাবায়াকে পুলিশ এসকর্টে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
তিনি প্রাথমিকভাবে দুবাই পালাতে চেয়েছিলেন। তবে কলোম্বো বিমানবন্দরের কর্মকর্তারা ভিআইপি চ্যানেল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন গোতাবায়া।
এই পরিস্থিতিতেই আজ সকালে তিনি মালদ্বীপ পৌঁছেছেন।