তিন মাসে বাংলাদেশি ব্যবহারকারীদের ৩.৪ মিলিয়ন ভিডিও সরিয়েছে টিকটক
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/07/16/webp.net-compress-image-91-880x470.jpg)
ভিডিও শেয়ারিং জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক সম্প্রতি বাংলাদেশি ব্যবহারকারীদের ৩.৪ মিলিয়নেরও বেশি ভিডিও সরিয়ে দিয়েছে। ২০২২ সালের জানুয়ারি-মার্চ মাসের ওপর ভিত্তি করে তৈরি কমিউনিটি গাইডলাইন রিপোর্ট থেকে পাওয়া গেছে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়, এই বছরের প্রথম ত্রৈমাসিকে কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের ফলে সবচেয়ে বেশি ভিডিও সরিয়ে নেওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে ৭ম স্থানে।
টিকটক-এর একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, টিকটক এর একটি স্থানীয় দল রয়েছে যারা ভিডিওর বিষয়বস্তু নিয়ন্ত্রণ করে থাকে এবং ব্যবহারকারীরা কী ধরনের কনটেন্ট বানাচ্ছে তা নিয়ে কাজ করে।
শিশু নির্যাতন, যৌন হয়রানি, সহিংসতা এবং কোনো সম্প্রদায়ের জন্য বিরোধী মনোভাবসম্পন্ন ভিডিও সম্পর্কে সতর্ক থাকে তারা।
এই তিনমাসের মধ্যে কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের জন্য বিশ্বব্যাপী ১০০.২৩ মিলিয়নেরও বেশি ভিডিও সরিয়েছে টিকটক। প্রায় ৯৫ শতাংশ ভিডিও পোস্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হয়।
এর আগে, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশি ব্যবহারকারীদের ২.৬ মিলিয়নেরও বেশি ভিডিও সরায় টিকটক।
২০২১ এর প্রতিবেদন অনুসারে, গত বছরের চতুর্থ ত্রৈমাসিকে কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের জন্য সবচেয়ে বেশি ভিডিও সরিয়ে নেওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছিল ৭ম অবস্থানে।