৬০ কোটি টাকা আত্মসাতের দায়ে গ্রেপ্তার জেকা বাজারের সিইও জাবের
রাজবাড়ীসহ পাশ্ববর্তী জেলার প্রায় ২০ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জেকা বাজার লিমিটেডের প্রধান নির্বাহীকে (সিইও) জাবিউল্লাহ খান জাবেরকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।
শনিবার (১৬ জুলাই) বিকালে ফরিদপুর জেলার আলীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী সিআইডি'র পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রাহকদের সাথে প্রতারণা করার জন্য কিছুদিন আগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাবেরকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন তার বাবা শুকুর আলী।
এর আগে ২০২১ সালের (২ নভেম্বর) ভোক্তা অধিকার অভিযান চালিয়ে জেকা বাজারকে সিলগালা ও ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই লক্ষ টাকা জরিমানা করে।
এরপর থেকে গা ঢাকা দেয়জাবিউল্লাহ খান জাবের।
গত ২২ নভেম্বর জেকা বাজারের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। এরপর সদর থানায় মামলা হয়।
এদিকে দীর্ঘ প্রায় ৮/৯ মাস অতিবাহিত হলেও বিনিয়োগকৃত অর্থ ফেরৎ পাননি গ্রাহকরা। ফলে তারা বিনিয়োগকৃত টাকা ফেরৎ ও জাবিউল্লাহ খানের বিচারের দাবীতে মানববন্ধনের কর্মসূচি পালন করেছে।
জেকাবাজারের মূল কার্যালয় ছিলো রাজবাড়ী জেলা শহরের পান্না চত্তরের নান্নু টাওয়ারে। সিইও হিসাবে জাবিউল্লাহ খান জাবেরের নির্দেশনায় প্রায় ১৫ জন পরিচালকের সমন্বয়ে জেকা বাজার পরিচালিত হতো। গ্রাহকের কাছে ১৩০০ টাকার বিনিময়ে বিক্রি হতো প্রতিটি আইডি। এবং জেকা বাজার অ্যাপসের মাধ্যমে ৩০ সেকেন্ডের এড ভিউ করলে ওই অ্যাকাউন্টে যোগ হতো ১০টাকা। একটি আইডি থেকে ২৪ ঘণ্টায় একবার ভিউ করতে পারতেন গ্রাহকরা। এড ভিউ ছাড়া নতুন গ্রাহক বাড়ালে অ্যাকাউন্টে টাকা যোগ হতো। একজন গ্রাহকের ৫ শতাধিক আইডি পর্যন্ত ছিলো বলে জানা গেছে।