বাড়লো সরকারি কর্মচারীদের ভ্রমণ ভাতা
সরকারি চাকরিজীবীদের ভ্রমণ ভাতা বাড়িয়ে কিলোমিটার প্রতি ৩.৭৫ টাকা থেকে ১৮ টাকা করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় মন্ত্রণালয়।
এছাড়া, অভ্যন্তরীণ রুটে বিমান ভ্রমণে প্রতি কিলোমিটারে ৩০ টাকা হারে ভাতা পাবেন ৫ম গ্রেড থেকে তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা। এতোদিন তারা বিমান ভাড়ার ২০ শতাংশ পেতেন।
অর্থবিভাগ এক প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভাতা পুনঃনির্ধারণ করেছে। এতে ৫ম গ্রেড থেকে তদুর্ধ্ব কর্মকর্তাদের ক্যাটাগরি-১, ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডভুক্তদের ক্যাটাগরি-২, ১১তম থেকে ১৬তম গ্রেডভুক্তদের ক্যাটাগরি-৩ এবং ১৭তম থেকে ২০তম গ্রেডভুক্তদের ক্যাটাগরি-৪ এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
ক্যাটাগরি-১ এর কর্মকর্তারা সড়ক, রেল ও নৌপথে প্রতি কিলোমিটারে ১৮ টাকা, ক্যাটাগরি-২ কর্মকর্তারা ১৫ টাকা এবং ক্যাটাগরি ৩ ও ৪ এর চাকরিজীবীরা ৮ টাকা হারে ভাতা পাবেন।
অন্যদিকে বিমান ভ্রমণের ক্ষেত্রে ক্যাটাগরি-১ এর কর্মকর্তারা প্রতি কিলোমিটারে ৩০ টাকা, ক্যাটাগরি-২ কর্মকর্তারা ১২ টাকা এবং ক্যাটাগরি ৩ ও ৪ এর চাকরিজীবীরা ৬ টাকা হারে ভাতা পাবেন।
ভ্রমণ ভাতার ব্যাখ্যা দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন চাকরিজীবী রংপুর যাওয়ার জন্য ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত বিমানে এবং সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত সড়কপথে ভ্রমণ করলে তিনি ঢাকা থেকে রংপুরের মোট দূরত্ব হিসেবে বিমানভাড়া ভাতা পাবেন।
এতদিন সড়কপথে ভ্রমণের ক্ষেত্রে ক্যাটাগরি-১ এর কর্মকর্তারা প্রতি কিলোমিটারে ৩.৭৫ টাকা, ক্যাটাগরি-২ কর্মকর্তারা ৩.০০ টাকা, ক্যাটাগরি-৩ কর্মকর্তারা ২.২৫ টাকা এবং ক্যাটাগরি-৪ এর কর্মকর্তারা ১.৫০ টাকা হারে ভাতা পেতেন।
এছাড়া, রেলপথে ক্যাটাগরি-১ কর্মকর্তারা শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিতে পথভাড়ার দেড়গুণ ও সকল শ্রেণির কর্মকর্তারা পথভাড়ার ১.৮ গুণ ভাড়া পেতেন। নৌপথে ভ্রমণের ক্ষেত্রে ভাড়ার সমান অর্থ পেতেন।
সরকারি চাকরিজীবীদের বদলিজনিত সপরিবারে ভ্রমণ ভাতাও বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়। এতদিন ক্যাটাগরি-১ এর কর্মকর্তারা সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে প্রতি কেজি মালামালের জন্য ২৩০০ টাকা ভ্রমণ ভাতা পেতেন, যা এখন ৩০০০ টাকা করা হয়েছে। এখন থেকে প্রতি কিলোমিটারের জন্য ৫০ টাকা হারে ভাতা পাবেন তারা। এতদিন কিলোমিটার হিসেবে ভাতা ছিল না, তবে মালামল প্যাকিং চার্জ হিসেবে ২২৫০ টাকা পেতেন কর্মকর্তারা।
ক্যাটাগরি-২ এর কর্মকর্তারা সপরিবারে ভ্রমণে প্রতি কেজির জন্য ১২০০ টাকা এবং ১৫০০ টাকা প্যাকিং চার্জ পেতেন। এখন নির্ধারিত ২৫০০ টাকার সঙ্গে প্রতি কিলোমিটারের জন্য ৪৫ টাকা হারে ভাতা পাবেন তারা।
ক্যাটাগরি-৩ এর চাকরিজীবীরা সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে প্রতি কেজির জন্য ৭০০ টাকা ভাতা ও ৭৫০ টাকা প্যাকিং চার্জ পেতেন। এখন নির্ধারিত ২০০০ টাকার সঙ্গে কিলোমিটার প্রতি ২০ টাকা ভাতা পাবেন।
আর ক্যাটাগরি-৪ এর কর্মচারীরা সপরিবারে ভ্রমণের জন্য প্রতিকেজিতে নির্ধারিত ৩০০ টাকা এবং ৪০০ টাকা প্যাকিং চার্জ পেতেন। তারা এখন নির্ধারিত ৬০০ টাকার সঙ্গে প্রতি কিলোমিটারে ৮ টাকা হারে ভাতা পাবেন।