জুনে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ ৭.৫৬% মূল্যস্ফীতি
২০২১-২২ অর্থবছরের শেষ মাস- জুনে ৭.৫৬ শতাংশে চড়েছে মূল্যস্ফীতির পারদ, যা আট বছরের মধ্যে সর্বোচ্চ।
এর আগে মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৭.৪২ শতাংশে, জুনে তা আরও বাড়ে দশমিক ১৪ পয়েন্ট।
আজ মঙ্গলবার (১৯ জুলাই) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
২০২১-২২ অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতির হার ৬.১৫ শতাংশ হয়, যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়েও দশমিক ৮৫ শতাংশ বেশি।
গত অর্থবছরে মূল্যস্ফীতি ৫.৩০ শতাংশে সীমিত রাখার লক্ষ্যমাত্রা ছিল সরকারের।
জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮.৩৭ শতাংশ। মে'তে যা ছিল ৮.৩০ শতাংশ। জুনে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আগের মাসের ৬.০৮ শতাংশে থেকে বৃদ্ধি পেয়ে ৬.৩৩ শতাংশ হয়েছে।