রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৩৮ জন
চলতি বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে ৩৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিবে।
বিশেষ কোটাসহ ৪৬৪১ টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
এ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তির জন্য ৬৭ হাজার ২৩৭ জন, বি ইউনিটের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ভর্তির জন্য ৩৮ হাজার ৬২১ জন এবং সি ইউনিটের বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগে ভর্তির জন্য ৭২ হাজার ৪১০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
প্রতিটি পরীক্ষা এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা কয়েকটি গ্রুপে অনুষ্ঠিত হবে।
আগামি ২৫ জুলাই সি ইউনিট, ২৬ জুলাই এ ইউনিট ও ২৭ জুলাই বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ৯টায় শুরু হবে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি এবং অসুদপায় রোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এবছর ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীসহ প্রায় ৪ লাখ মানুষের সমাগম ঘটবে রাজশাহীতে। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার নেওয়ার বিষয়টি আগামীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংবাদমাধ্যমকে জানান উপাচার্য।