কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘অনুভূতি’ আছে বলায় গুগলের প্রকৌশলী বরখাস্ত
কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের 'অনুভূতি' রয়েছে বলায় একজন প্রকৌশলীকে বরখাস্ত করেছে গুগল।
বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
গত মাসে গুগলের প্রকৌশলী ব্লেক লেমোইন জনসমক্ষে বলেন, গুগলের কথোপকথন-বিষয়ক প্রযুক্তি 'ল্যামডা' আসলে 'সংবেদনশীল'। এ প্রযুক্তি চায় যাতে ব্যবহারকারী এর 'চাহিদা'কে সম্মান করে।
গুগল এবং বেশ কয়েকজন এআই বিশেষজ্ঞ তার এসব দাবি অস্বীকার করেছেন। তাকে বরখাস্ত করা হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করে গুগল।
লেমোইন বিবিসিকে বলেছেন, তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
একটি বিবৃতিতে গুগল বলে, দ্য ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন (ল্যামডা) সম্পর্কে লেমোইনের করা দাবিগুলো 'সম্পূর্ণ ভিত্তিহীন'। তারা আরো বলে, বিষয়টি স্পষ্ট করার জন্য তারা 'অনেক মাস' ধরে লেমোইনের সাথে কাজ করেছে।
প্রতিবেদনে গুগল বলে, "এটা দুঃখজনক যে এই বিষয়ে এতদিন কাজ করা সত্ত্বেও ব্লেক ডেটা সুরক্ষা নীতি লঙ্ঘন করাটাই বেছে নিয়েছেন।"
গুগলের যুগান্তকারী প্রযুক্তি ল্যামডা ফ্রি-ফ্লোয়িং কথোপকথন চালাতে সক্ষম।
ব্লেক লেমোইন গত মাসে বলেন, ল্যামডা মানুষের মতো অনুভূতি দেখাচ্ছে। এআই বিশেষজ্ঞ এবং প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে উৎসাহীদের মধ্যে আলোচনার জন্ম দেয় এ ঘটনা।
লেমোইন ওয়াশিংটন পোস্টকে সেসময় বলেন, প্রযুক্তিটি বৈষম্যমূলক বা ঘৃণামূলক বক্তব্য ব্যবহার করেছে কিনা তা পরীক্ষা করা তার কাজ।
তিনি দেখতে পান, ল্যামডা আত্ম-সচেতনতা দেখাতে পারে। এছাড়া ধর্ম, আবেগ, ভীতি সম্পর্কে কথোপকথন চালাতে পারে এই প্রযুক্তি।
এসব কারণেই লেমোইন বিশ্বাস করতে শুরু করেন, প্রযুক্তিটির সংবেদনশীল মনও থাকতে পারে।
সেসময় তার এ দাবি অস্বীকার করে গুগল। কোম্পানির গোপনীয়তা নীতি লঙ্ঘনের জন্য তাকে ছুটিতে রাখা হয়।
লেমোইন পরবর্তীতে নিজের দাবি সমর্থনের জন্য ল্যামডার সাথে তার এবং অন্য একজনের কথোপকথন প্রকাশ করেন।
তবে ব্লেক লেমোইন-ই প্রথম এআই প্রকৌশলী নন যিনি প্রযুক্তির সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গত মাসে অন্য একজন গুগল কর্মী দ্য ইকোনমিস্টের সাথে আলাপকালে একই বিষয় নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
- সূত্র: বিবিসি