সিলেটে রহস্যজনকভাবে দুই প্রবাসীর মৃত্যু
সিলেটের ওসমানী নগর উপজেলায় বাসার ভেতর থেকে অচেতন অবস্থায় একই পরিবারের ৫ জনকে উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে দুই জন ইতোমধ্যেই মারা গেছেন।
মঙ্গলবার (২৬ জুলাই) হাসপাতালে নেওয়ার পর মারা যান- রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলাম। বাকী তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।
এরা সকলেই যুক্তরাজ্য প্রবাসী। ১৮ জুলাই তারা দেশে এসে ওসমানী নগরের একটি বাসা ভাড়া নেন।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন- রফিকুল ইসলামের স্ত্রী সামিরা ইসলাম, মেয়ে হোসনা আরা ইসলাম ও আরেক ছেলে সাদিকুল ইসলাম।
ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাইনুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা তাজপুর ইউনিয়নের মঙ্গলচন্ডী রোডের একটি বাসা থেকে অচেতন অবস্থায় ৫ জনকে উদ্ধার করি। 'এসময় তাদের বাড়ির দরজা ভেতর লাগানো ছিল। আমরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করি'।
তিনি বলেন, একই ভবনে পরিবারটির কয়েকজন আত্মীয় থাকেন। তারা সুস্থ আছেন। এ ঘটনার ব্যাপারে তারা কিছুই বলতে পারেননি। তাদের কাছ থেকে খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি।
মাইনুল ইসলাম আরও জানান, উদ্ধারের পর ৫ জনকেই সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে দুজন মারা যান।
ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান ভূইয়া বলেন, অসুস্থ ৩ জন আইসিইউতে আছেন।
আমরা ধারণা করছি 'বিষাক্ত কোনো খাবার খাওয়ার ফলে এমনটি হতে পারে। এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাবে না। পরীক্ষা-নীরিক্ষা চলছে'।