অবিবাহিত সবচেয়ে কম রাজশাহীতে, বেশি সিলেটে
সারা দেশে অবিবাহিতদের গড় হার ২৮ দশমিক ৬৫। সিলেটে তা ৩৭ দশমিক ৭৭ শতাংশ। অন্যদিকে, অবিবাহিত নারী-পুরুষ জনসংখ্যা হার সবচেয়ে কম উত্তরাঞ্চলের রাজশাহীতে।
অর্থাৎ, রাজশাহীতে অবিবাহিত জনগোষ্ঠী সবচেয়ে কম, আর সিলেটে সবচেয়ে বেশি।
অবিবাহিত এরপর সবচেয়ে কম খুলনা ও বরিশালে।
বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল 'জনশুমারি ও গৃহগণনা ২০২২'-এর প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
রাজধানী ঢাকায় অবিবাহিত নারী-পুরুষের হার ২৮ দশমিক ৯৩ শতাংশ। এরপর ময়মনসিংহ ও রংপুরের অবস্থান।
প্রতিবেদন অনুসারে, রাজশাহী বিভাগের ৬৮ দশমিক ৯৭ শতাংশ মানুষ বিবাহিত। নতুন সংসার পাতার হারেও এগিয়ে এ অঞ্চল। অপরদিকে সংসার ভাঙা ও বিয়েবিচ্ছেদের দিক দিয়ে এগিয়ে খুলনাবাসী।
নতুন সংসার ও বিবাহিতদের আনুপাতিক হারের দিক দিয়ে এগিয়ে রাজশাহী বিভাগ। সেখানে ৬৮ দশমিক ৯৭ শতাংশ মানুষ বিবাহিত। অপরদিকে সংসার ভাঙা ও বিয়েবিচ্ছেদের দিক দিয়ে এগিয়ে খুলনাবাসী।
দেশে বিবাহিতদের গড় ৬৫ দশমিক ২৬ শতাংশ। জাতীয় গড়ের চেয়ে সবচেয়ে বেশি ২ দশমিক ৩১ শতাংশ বিবাহিত রয়েছে রাজশাহীতে। সামান্য ব্যবধানে দ্বিতীয় অবস্থানে খুলনা। এর পরের অবস্থানে থাকা রংপুর, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম-ও রয়েছে জাতীয় গড়ের উপরে।