সোচিতে পুতিন-এরদোয়ানের আলোচনা শুরু
কৃষ্ণ সাগরের তীরবর্তী সোচি শহরে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন পুতিন ও এরদোয়ান।
দুই নেতা ভবিষ্যতে বৃহত্তর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের সম্ভাবনা এবং যৌথ কৌশলগত জ্বালানি প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনাসহ রুশ-তুর্কি বহুমুখী সহযোগিতার ওপর আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া ইউক্রেনের শস্য রপ্তানি, সিরিয়া এবং নাগোর্নো-কারাবাখ নিয়েও মতামত আদানপ্রদান করবেন তারা।
ইউক্রেন ও রাশিয়ার কৃষিপণ্য রপ্তানির চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করার পর আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা বেড়েছে এরদোয়ানের।
২০১৯ সালের পর এই নিয়ে অষ্টমবারের মতো আলোচনায় বসছেন এরদোয়ান ও পুতিন। এর আগে গত মাসেই তেহরানে বৈঠক করেছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
- সূত্র: তাস