দূরপাল্লার বাসের ভাড়া ২২%, সিটি বাসের ভাড়া ১৬% বাড়ল
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসের ভাড়া ২২ শতাংশ বাড়িয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটনে আন্তঃনগর বাসের ভাড়া ১৬ শতাংশ বাড়িয়েছে সংস্থাটি।
শনিবার (৬ আগস্ট) বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার নতুন ভাড়া ঘোষণা করেন।
৭ আগস্ট রোববার থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়েছে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে।
নতুন ভাড়া অনুযায়ী, এখন থেকে সিটি বাসে প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা এবং দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা ভাড়া নেওয়া হবে। আর মিনিবাসে প্রতি কিলোমিটারের ভাড়া হবে ২ টাকা ৪০ পয়সা।
তবে আন্তঃনগর বাসের জন্য সর্বনিম্ন রেট আগের ১০ টাকাই থাকবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। আর মিনি বাসে সর্বনিম্ন ভাড়া থকাবে ৮ টাকা।
বর্তমানে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা এবং আন্তঃনগর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা।
বাস মালিকরা অবশ্য ইউক্রেন যুদ্ধের কারণে গাড়ির যন্ত্রাংশের দামও বেড়ে যাওয়ার যুক্তি দেখিয়ে ভাড়া ৩০ শতাংশ বাড়াতে চেয়েছিলেন।
শুক্রবার সরকার জ্বালানি তেলের দাম সাড়ে ৪২ শতাংশ থেকে ৫১ দশমিক ৬ শতাংশ বাড়ানোর পর এই সিদ্ধান্ত এলো। গত দুই দশকে জ্বালানি তেলের দাম একবারে এত বাড়ানোর নজির নেই।
রেকর্ড মূল্যস্ফীতির সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া দামে আগে থেকেই বিপর্যস্ত ছিল সাধারণ মানুষ। তার মধ্যে জ্বালানি তেলের মূল্য ও বাসভাড়া বৃদ্ধি নতুন ধাক্কা হয়ে এলো।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করেছে।
এর আগে গত নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে প্রতি লিটারের মূল্য ৮০ টাকা নির্ধারণ করা হয়। ওই সময় ডিজেলের মূল্যবৃদ্ধির পর বাসের ভাড়া প্রায় ২৭ শতাংশ বাড়ানো হয়েছিল, লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছিল ৩৫ শতাংশ।
এক বছর না পেরোতেই দূরপাল্লার বাসের ভাড়া আগের হারের চেয়ে ৪৯ শতাংশ বাড়ল। আর আন্তঃনগর বাসের ভাড়া বাড়ল ৪৩ শতাংশ।