দশ দিনের মধ্যে রাজপথ দখলে নেবে বিএনপি: দলের নেতৃবৃন্দ
দেশের বর্তমান পরিস্থিতিকে ১০ নম্বর মহাবিপদ সংকেত অভিহিত করেন আগামী দশ দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজপথের দখল নেবে বলে সতর্ক করেছেন দলটির নেতারা।
শুক্রবার চট্টগ্রামের নাসিমন ভবন চত্বরে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশ থেকে বিএনপি নেতারা এ ঘোষণা দেন।
জ্বালানি তেল ও দ্রব্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং দেশব্যাপি লোডশেডিং এর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ বলেন, 'ঢাকায় বিএনপির সমাবেশ ছিলো ৭ নম্বর রেড সিগন্যাল। চট্টগ্রামে আজকের এই সমাবেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ১০ নম্বর রেড সিগন্যাল। আমরা বেশি সময় নেবো না। আর মাত্র দশটা দিন, দশদিনের মধ্যে সারাদেশের রাজপথ আমরা দখলে নিয়ে নিবো। এরপর তাদের আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ থাকবে না।'
চট্টগ্রামের সাবেক এই মেয়র বলেন, 'আওয়ামী লীগ টিকে আছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ভিত্তি করে। তারা জনগনের সরকার নয়, বাহিনীর সরকার। যখনি বাহীনি বলবে আমরা তোমাদের সাথে নাই, তখন তারা পালানোর সুযোগ পাবেন না।'
সমাবেশের সভাপতি ও নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী বলেন, '২০০৮ সালে তত্তাবধায়ক আমলে দেশে খেলাপি ঋণ ছিলো মাত্র ২২ হাজার কোটি টাকা। পরের ১৪ বছরে আওয়ামী লীগ সরকার সাড়ে চার লাখ কোটি টাকা খেলাপি করেছে। ৫৭ হাজার কোটি টাকার পদ্মা সেতুতে ১ লাখ ৬০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। চীন, জাপান, কোরিয়াসহ প্রায় সব দেশ থেকে ঋণ নিয়েছে সরকার। যার বোঝা দেশের মানুষকে টানতে হবে আরও ৫০ বছর।'
আমলারা অবৈধ সুবিধা নিয়ে এই সরকারকে টিকিয়ে রেখেছেন অভিযোগ করে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, 'আমরা অফিসের বাইরে সমাবেশের অনুমতি চাইলেও তা দেওয়া হয় নাই, আমরাও আজ বাড়াবাড়ি করি নাই; কারণ ২০ তারিখের পর থেকে আর কোনো সমাবেশ অফিস চত্বরে নয় রাস্তায় হবে।
রাস্তায় মিছিল হবে, গণ সমাবেশ হবে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। গোটা দেশে গণরোষ ছড়িয়ে পড়ছে। গণতন্ত্রের পদধ্বনি শোনা যাচ্ছে।'
সমাবেশ উপলক্ষে চট্টগ্রাম বিএনপি কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরী করা হয়। বিকেল চারটায় সমাবেশ শুরু হলেও তিনটার আগেই নাসিমন ভবন চত্বর ছাড়িয়ে সমাবেশ ছাড়িয়ে যায় আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকায়। এসময় পুলিশ কাজীর দেউড়ী, নুর আহম্মদ সড়ক, লাভলেইন ও মেরিনার্স সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, নগর বিএনপি নেতা এমএ আজিজ প্রমুখ।