ভেন্টিলেশনে সালমান রুশদি, হারাতে পারেন এক চোখ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত লেখক সালমান রুশদি ভালো নেই বলে জানিয়েছেন তার কর্মকর্তা (বুক এজেন্ট)। অস্ত্রোপচারের পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তিনি কথা বলতে পারছেন না। শনিবার (১৩ আগস্ট) বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় নিউইয়র্কের একটি মঞ্চে ব্রিটিশ-ভারতীয় লেখক রুশদির ওপর হামলা চালানো হয়। বুকার পুরস্কারজয়ী এ লেখক শাটাকোয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠেছিলেন। তাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় হামলার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একজন লোককে দৌড়ে মঞ্চে উঠে রুশদিকে ঘুষি কিংবা ছুরি মারতে দেখেছেন। তাকে মেঝেতে ফেলে দেওয়া হয় বা নিজেই মেঝেতে পড়ে যান লেখক। বিশ্বজুড়ে লেখক-সাহিত্যিক এবং রাজনীতিবিদরা এ হামলাকে মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ হিসেবে নিন্দা জানিয়েছেন।
বিতর্কিত লেখক রুশদির কর্মকর্তা অ্যান্ড্রিউ ওয়াইলি এক ইমেইল বার্তায় জানান, "খবর ভালো নয়। সালমান সম্ভবত এক চোখ হারাবেন; তার বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গেছে; এবং ছুরিকাঘাতে তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে"।
১৯৮৮ সালে প্রকাশিত হয় রুশদির বিতর্কিত বই 'দ্য স্যাটানিক ভার্সেস'। বইটি প্রকাশের পর তিনি ধর্মদ্রোহের অভিযোগে ইসলামপন্থীদের ব্যাপক রোষের শিকার হন; মৃত্যুর হুমকিও পেয়েছেন বহুবার। এমনকি, ওই বইয়ের কারণে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তার নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি।
শুক্রবারের ঘটনায় নিউ জার্সির ফেয়ারভিউ থেকে হাদি মাতার (২৪) নামে একজন সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।
নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি মঞ্চে দৌড়ে এসে রুশদি এবং পশ্চিম নিউইয়র্ক রাজ্যের শাটাকোয়া ইনস্টিটিউশনে একজন সাক্ষাৎকার গ্রহণকারীকে আক্রমণ করেন।
- সূত্র: বিবিসি