ডেপের সাথে কী নিয়ে ঝগড়া হয়েছিল তা নিজেই ভুলে যেতেন অ্যাম্বার হার্ড!
জনি ডেপ-অ্যাম্বার হার্ড মামলা নিয়ে আদালতের প্রকাশিত নথিপত্রের উদ্ধৃতাংশ থেকে 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রী সম্পর্কে নতুন এক তথ্য উঠে এসেছে। আর তা হলো অ্যাম্বার হার্ড নিজেই ডেপের সাথে তার কী নিয়ে ঝগড়া হয়েছিল সেকথা ভুলে যেতেন!
আদালতের নথিপত্রে এরকমই একটি কথপোকথনের উল্লেখ পাওয়া গেছে যেখানে অ্যাম্বার হার্ড অভিযোগ করেছেন, ডেপ তার আত্মমর্যাদায় আঘাত দিয়েছেন। কিন্তু কী নিয়ে তাদের ঝগড়া হয়েছিল তা বলতে গিয়ে তোতলাতে থাকেন তিনি!
ওই ঘটনার উল্লেখ করতে গিয়ে মার্কিন অভিনেত্রী বলেছিলেন, "আমি তখন ওই ব্যাপারটা নিয়ে রেগে গিয়েছিলাম এবং এখনো রেগে যাবো। বিষয়টা খুবই রুঢ় ও হঠকারী ছিল। আমি শুধু বলতে পারি যে- তুমি শুধু আমাকে আঘাত দিতে, কষ্ট দিতে জানো এবং এরপর নিজের দোষ ঢাকতে ব্যস্ত হয়ে যাও... আমার আত্মমর্যাদাবোধে আঘাত লেগেছিল ঐ সময়..."
এছাড়াও, ডেপের দিকে অভিযোগ ঁড়ে অভিনেত্রীর কথার ধরন ছিল এরকম- "মনে রেখো আমরা... এটা শুরু হয়েছিল- কারণ আমি- তুমিই করোনি... আমরা এটা মানিয়ে নিয়েছিলাম।"
কিন্তু অ্যাম্বার হার্ডের এই ভাঙা ভাঙা কথাবার্তা এবং ডেপের সাথে তার ঝগড়ার বিষয়বস্তুই উল্লেখ করতে ব্যর্থ হওয়ায় এ বিষয়টির দিকে আঙুল তুলেছেন নেটিজেনরা। তাদের ভাষ্যে, অ্যাম্বার হার্ড শুধু কথাই বলে যাচ্ছে- অভিযোগই করে যাচ্ছেন...আসল ঘটনা না বলেই।
সূত্র: জিও টিভি