দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বর্তমানে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির পর এই তাপপ্রবাহ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার বুলেটিনে আরও বলা হয়েছে, শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রাও দক্ষিণাঞ্চলে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদরা জানান, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে (৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস) এবং কুতুবদিয়ায় রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা (২৬ ডিগ্রি সেলসিয়াস)।
স্বাভাবিকের চেয়ে এখনকার তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের তাপমাত্রা স্বাভাবিক সময়ের চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, "বছরের এই সময়ে ঢাকার স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার বাইরে ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা।"
"কিন্তু বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।"
এদিকে, দেশে বৃষ্টিপাতের প্রধান মাস জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে ৪২ শতাংশ কম বৃষ্টি হয়েছে। আগস্টের পরিসংখ্যান এখনও পাওয়া না গেলেও এই মাসের পূর্বাভাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। জুন মাসেও একইরকম পরিস্থিতি ছিল।
এ বছর কম বৃষ্টিপাত হওয়ায় চট্টগ্রাম বিভাগে খরা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
জুলাই মাসে ৫২৩ মিলিমিটার বৃষ্টিপাতকে স্বাভাবিক হিসেবে ধরা হয়। কিন্তু এবার বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ২১১ মিলিমিটার, যা রেকর্ড পরিমাণে কম।