হাফ পাসের দাবিতে বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বাসে হাফ পাসের দাবিতে বনানীর কামাল আতাতুর্ক সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
হাফ পাসের দাবিতে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে কাকলী থেকে গুলশান-১ পর্যন্ত সড়ক অবরোধ করে স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের একজন মুজাহিদ হাসান বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি। গুলশান, বনানী, নতুনবাজার রোডে চলাচলকারী বাসগুলো শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয় না। এর পরিবর্তে তারা দুই বা আড়াই কিলোমিটারের জন্য ৩০ টাকা দাবি করে। আমরা অর্ধেক ভাড়া দিতে চাইলে তারা আমাদের সাথে দুর্ব্যবহার করে।"
তিনি আরো বলেন, "শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার দাবি বাস্তবায়নে আমরা রাজপথে নেমেছি। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে নামব।"
দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে যায় বলে নিশ্চিত করেছেন গুলশান ট্রাফিক জোনের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ওসি নূর-ই-আজম মিয়া বলেন, অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীরা সড়কে অবস্থান করে।
ওসি বলেন, "আমরা বাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। বাসগুলো দাবি করছে যে তারা শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয়। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।"