বাতিল হলো অতিরিক্ত সচিবের ২৯ বইয়ের সেই বিতর্কিত তালিকা
সমালোচনার মুখে বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তাদের 'জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস' বাড়ানোর জন্য বই কিনতে বানানো ১ হাজার ৪৭৭টি বইয়ের বিতর্কিত তালিকা।
সোমবার (২৯ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
বিতর্কিত সেই তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামেরই ২৯টি বই স্থান পায়।
একজনেরই ২৯টি বই থাকার বিষয়টি পরীক্ষার পর সংশোধন কিংবা বাতিল করা হবে বলে রোববার গণমাধ্যমকে জানিয়েছিলেন আলী আজম।
আজ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
পরবর্তী অর্থবছর থেকে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক বই কেনা হবে বলে জানান আলী আজম।
এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল সাংবাদিকদের বলেন, 'প্রাথমিক যে তালিকা করা হয়েছে সেটা চূড়ান্ত করার আগে আমরা এটা (সচিবের বই) বাদ দেব। প্রাথমিক তালিকা এসেছে। এটা আমাদের নোটিশে এসেছে। এটা আমরা দেখছি। এটার বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব। এটা অবশ্যই হবে না।'
প্রতিমন্ত্রী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বইয়ের তালিকা নির্ধারণের কমিটিতে থাকা সত্ত্বেও নিজের এতগুলো বই তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত হয়নি অতিরিক্ত সচিবের।
'কিন্তু বইগুলো কিনতে কাউকে বাধ্য করা হয়নি। জেলা ও উপজেলা পর্যায়ে কেবল সেরা বইগুলো কেনা হয়েছে,' টিবিএসকে বলেন তিনি।
তিনি আরও বলেন, 'তালিকায় সব ধরনের বই রয়েছে। তার বই কেনা হয়েছে বলে আমরা কোনো তথ্য পাইনি।'
ফরহাদ হোসেন আরও বলেন, ভবিষ্যতে অতিরিক্ত সচিবের লেখা বই তালিকা থেকে বাদ দেওয়া হবে।