শ্রীলঙ্কার দৃশ্য এবার ইরাকে, বাগদাদে প্রেসিডেন্টের প্রাসাদের সুইমিং পুলে বিক্ষোভকারীদের উল্লাস!
প্রেসিডেন্ট ভবনের সুইমিং পুলে সাঁতার কাটছেন বিক্ষোভকারীরা, দাপিয়ে বেড়াচ্ছেন প্রেসিডেন্ট ভবনজুড়ে- মাস দুয়েক আগে শ্রীলঙ্কার এই দৃশ্য এবার ইরাকেও দেখা গেছে। ইরাকের প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পর তার অনুসারীরা বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েন। প্রাসাদের সুইমিং পুলে তাদেরকে সাঁতার কাটতে এবং কাউকে সেলফি তুলতে দেখা গেছে।
সোমবার মুক্তাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। এরপরেই তার অনুসারীরা বাগদাদের রাস্তায় নেমে আসেন এবং পরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে্ন। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী।
এরই মধ্যে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে বাগদাদে প্রেসিডেন্টের প্রাসাদে বিক্ষোভকারীরা ঢুকে পড়েন। একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, প্রেসিডেন্টের প্রাসাদের সুইমিং পুলে গোসল করছেন বিক্ষোভকারীরা; কেউ কেউ আবার সেলফি তুলছেন। তবে এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিজে কোথায় রয়েছেন, এখনো পর্যন্ত জানা যায়নি।
সম্প্রতি প্রেসিডেন্টের প্রাসাদে বিক্ষোভকারীদের ঢুকে পড়ার ঘটনার সাক্ষী হয়েছে শ্রীলঙ্কা। আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা দ্বীপরাষ্ট্রটিতে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশের প্রাসাদে ঢুকে পড়েছিলেন কয়েকশো বিক্ষোভকারী। প্রেসিডেন্টের বিছানা, সুইমিং পুল, বাগান, জিমে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের। এ ঘটনায় হইচই পড়ে গিয়েছিল আন্তর্জাতিক মহলে।
বর্তমানে রাজনৈতিক সঙ্কটে জর্জরিত ইরাক। গত অক্টোবর মাসে পার্লামেন্ট নির্বাচনে মুক্তাদার দল সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছিল। কিন্তু সরকার গঠনে জটিলতা তৈরি হয়। জোট সরকার গড়তে রাজি হননি তিনি। যার ফলে এখনও সরকার গঠন হয়নি ইরাকে। পার্লামেন্ট ভেঙে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছিলেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই মুক্তাদার রাজনীতি ছাড়ার ঘোষণায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে ইরাকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস