কিশোর কুমারের বাংলোয় রেস্টুরেন্ট খুলছেন বিরাট
ভারতীয় কিংবদন্তি গায়ক কিশোর কুমারের বাংলোর একটি অংশ লিজ নিয়ে সেখানে রেস্তরাঁ খুলতে যাচ্ছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।
ই-টাইমসের খবর অনুযায়ী, ক্রিকেটার বিরাট কোহলি কিশোর কুমারের জুহু বাংলো প্রাঙ্গনের একটি বড় অংশ লিজ নিয়েছেন। সে অংশে রেস্তরাঁ খোলার জোর প্রস্তুতি চলছে। জানা গেছে, কাজ প্রায় শেষের পথে। হয়তো অক্টোবর থেকেই চালু হবে রেস্তরাঁটি।
কিশোর কুমারের বাংলো লিজ নেওয়ার খবর নিশ্চিত করেছেন তার ছেলে অমিত কুমার। তিনি জানান, লীনা চন্দ্রভারকরের ছেলে সুমিত যখন কয়েক মাস আগে বিরাট কোহলির সঙ্গে দেখা করেছিলেন, তখনই এ আলোচনা শুরু হয়। দুজনের মধ্যে এই নিয়ে বিস্তারিত আলাপ হওয়ার পর লিজের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
অমিত কুমার জানিয়েছেন, জায়গাটি কোহলিকে ৫ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে।
বর্তমানে বিরাট কোহলির দিল্লিতে দুটি ও কলকাতায় একটি রেস্তোরাঁ রয়েছে। ২০১৭ সালে তিনি দিল্লির আরকে পুরমে রেস্তোরাঁ নুয়েভা শুরু করেন। এছাড়া, দিল্লি ও কলকাতায় রয়েছে ওয়ানএইটকমিউন।
কিশোর কুমারের বাংলোর রেস্তোরাঁটিকে অলরাউন্ডার ক্রিকেটার কোন থিমে সাজাবেন, তা হয়তো কিছু দিনেই প্রকাশ পাবে।
এশিয়া কাপে যাওয়ার আগে স্টার স্পোর্টস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, "আমার এটি স্বীকার করতে কোনো লজ্জা নেই যে, মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম। এটি কিন্তু খুব স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু আমরা এটি নিয়ে কথা বলি না। কারণ আমরা ইতস্তত বোধ করি। আমরা মানসিকভাবে দুর্বল সেটি কাউকে জানাতে চাই না। নিজেকে শক্তিশালী হিসেবে তুলে ধরার মিথ্যা চেষ্টার থেকে নিজেকে দুর্বল দেখানোটাই শ্রেয় বলে আমার মনে হয়।"
- সূত্র: হিন্দুস্তান টাইমস